পবিত্র খোলশ
অকারণ নয়নজলে কতবার তুমি
ঘাম ঝড়ালে মসৃন ত্বকে
কতবার তুমি সংক্ষিপ্ত ব্লাউজের নিচে চেপে রাখা যৌবন,
উদ্ভাসিত করলে কারো বুকের উপর
ভাবোনি তুমি হাজারো দৃষ্টিকে ক্ষত-বিক্ষত করা এই দেহের,
মালিকানা কাকে দেবে,
কে বা হবে এই উর্বরহীন জমির চাষা!
ভাবান্তর হয়নি তোমার বিন্দু পরিমান
আজ পবিত্রতার ধুলিকণা গায়ে মেখে সীতা হওয়ার তোমার সে কি ব্যর্থ চেষ্টা!
সেজে বসেছো এক অনন্য রুপে
কপালে লাল টিপ
অঙ্গে জড়ানো লাল শাড়ি
আর হস্তদ্বয়ে একগুচ্ছ চুড়ি পড়ে
কাজল কালো চোখে চেয়ে আছো কারো পানে।
যে জানে না তোমার প্রারম্ভিক ইতিহাস
সেদিন তোমার সম্মুখ পানে নিজ জমিটা হয়ে গেল বেদখল
তুমি নিরন্তর ছিলে বাধা দাওনি বিন্দু পরিমান
আর
আজ এই নির্জন নিশিতে
বেদখল হওয়া জমি লিখে দিচ্ছো কারো নামে।
ঘাম ঝড়ালে মসৃন ত্বকে
কতবার তুমি সংক্ষিপ্ত ব্লাউজের নিচে চেপে রাখা যৌবন,
উদ্ভাসিত করলে কারো বুকের উপর
ভাবোনি তুমি হাজারো দৃষ্টিকে ক্ষত-বিক্ষত করা এই দেহের,
মালিকানা কাকে দেবে,
কে বা হবে এই উর্বরহীন জমির চাষা!
ভাবান্তর হয়নি তোমার বিন্দু পরিমান
আজ পবিত্রতার ধুলিকণা গায়ে মেখে সীতা হওয়ার তোমার সে কি ব্যর্থ চেষ্টা!
সেজে বসেছো এক অনন্য রুপে
কপালে লাল টিপ
অঙ্গে জড়ানো লাল শাড়ি
আর হস্তদ্বয়ে একগুচ্ছ চুড়ি পড়ে
কাজল কালো চোখে চেয়ে আছো কারো পানে।
যে জানে না তোমার প্রারম্ভিক ইতিহাস
সেদিন তোমার সম্মুখ পানে নিজ জমিটা হয়ে গেল বেদখল
তুমি নিরন্তর ছিলে বাধা দাওনি বিন্দু পরিমান
আর
আজ এই নির্জন নিশিতে
বেদখল হওয়া জমি লিখে দিচ্ছো কারো নামে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৬/১০/২০১৮চমৎকার লিখেছেন কিন্তু।
-
সাইয়িদ রফিকুল হক ২৬/০৯/২০১৮নামের সঙ্গে বিষয়ের সঙ্গতি খুঁজে পাইনি।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৬/০৯/২০১৮বেশ ভাল।