পাপিষ্ঠ
আমি চূড়মার করি
অন্যের স্বপ্ন গুলোকে
আমি বাধা দেই
কিছু পবিত্র মিলনের পথে।
ভালোবাসায় পরিপূর্ণ চারপাশ
কেউ নিশিতে হাসে
কেউ নিশিতে কাঁদে
কেউবা অন্যের হাত ধরে
যেতে চায় স্বর্গপানে
আমি চাই না
চারপাশ পরিপূর্ণ হোক ভালোবাসায়
চাই না ভালোবাসা বেচেঁ থাকুক আলো আশায়।
চাই সবাই আমার মত
হৃদয়হীন, পাথরতুল্য হওক।
সবাই দেখুক আমি পাপি
দেখুক আমি ভবিষ্যৎ হীনতায় ভূগি।
এতেই আমি সুখি
হতে চাই নরকের
কোনো এক অতিথি পাখি।
অন্যের স্বপ্ন গুলোকে
আমি বাধা দেই
কিছু পবিত্র মিলনের পথে।
ভালোবাসায় পরিপূর্ণ চারপাশ
কেউ নিশিতে হাসে
কেউ নিশিতে কাঁদে
কেউবা অন্যের হাত ধরে
যেতে চায় স্বর্গপানে
আমি চাই না
চারপাশ পরিপূর্ণ হোক ভালোবাসায়
চাই না ভালোবাসা বেচেঁ থাকুক আলো আশায়।
চাই সবাই আমার মত
হৃদয়হীন, পাথরতুল্য হওক।
সবাই দেখুক আমি পাপি
দেখুক আমি ভবিষ্যৎ হীনতায় ভূগি।
এতেই আমি সুখি
হতে চাই নরকের
কোনো এক অতিথি পাখি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ নাসিদুল ইসলাম ১৩/০৯/২০১৮খুব ভালো
-
অলি শর্ম্মা ১২/০৯/২০১৮Bhalo laglo pore
-
সাইয়িদ রফিকুল হক ১২/০৯/২০১৮ভালো লাগলো।
-
মিটন বনিক বাবু ১২/০৯/২০১৮দারুন সুন্দর
-
হাদী মুহাম্মাদ রকিব উদ্দীন ১২/০৯/২০১৮এতেই আমি সুখি
হতে চাই নরকের
কোনো এক অতিথি পাখি।
এতো দুঃখ কেন?