আমৃত্যু স্বপ্ন
আঁধারে মিলাবে স্বপ্নগুলো
জীবনের কোনো এক প্রান্তে
অবসরে কাটানো সময় গুলো
হয়তো বা কোনো বইয়ের
এক ফাঁকেই রয়ে যাবে।
তুমি আসো নি
সেই অবসরে
দেখো নি চোখ মেলে
তুমি কাঁদো নি
আমার মরন শয্যা কালে
তুমি শান্ত নিবিড় হয়ে
শুধু চেয়েছিলে
তুমি অস্তিত্বহীন হয়ে পড়েছিলে
তবুও ডাকো নি
ছিলে অন্য কোনো দিশায়
আমৃত্যু স্বপ্ন বুনি
তোমায় পাওয়ার নেশায়
জীবনের কোনো এক প্রান্তে
অবসরে কাটানো সময় গুলো
হয়তো বা কোনো বইয়ের
এক ফাঁকেই রয়ে যাবে।
তুমি আসো নি
সেই অবসরে
দেখো নি চোখ মেলে
তুমি কাঁদো নি
আমার মরন শয্যা কালে
তুমি শান্ত নিবিড় হয়ে
শুধু চেয়েছিলে
তুমি অস্তিত্বহীন হয়ে পড়েছিলে
তবুও ডাকো নি
ছিলে অন্য কোনো দিশায়
আমৃত্যু স্বপ্ন বুনি
তোমায় পাওয়ার নেশায়
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Riktam Ghosh ০৬/০৯/২০১৮চমৎকার উপস্থাপনা... পাঠে মুক্ধ হলাম
-
PRAMILA DEVI ০৪/০৯/২০১৮ছন্দময় । সুন্দর কবিতা
-
কে. পাল ০৪/০৯/২০১৮Bess
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৩/০৯/২০১৮অনেক ভাল