ত্রিশ বছর
আমি ত্রিশ বছর শুকাইয়াছি
ত্রিশ বছর নয়ন ভিজায়াছি
তোমার চক্ষু পানে
চাহিয়াছি আরো বছর খানেক।
তুমি মায়াবীনী
তুমি ছায়াবীনী
তুমি আসিয়াছো একবার
হাতে গোলাপ গুচ্ছ নিয়ে
আমি দুয়ারে দাড়ায়ে
দেখেছি তোমার চরণভূমি।
তুমি নিশিতে আসিয়াছো
ভোর হওয়ার আগেই মিশায়াছো
আমি অপেক্ষমান ছিলাম
রহিয়াছিলাম তোমার বাহু ডরে
তুমি দেখনি
তুমি শোনোনি
এই চক্ষুদয়ের ত্রিশ বছরের আকুতি
আজও অপেক্ষেও মান
তুমি আসবে
আমায় ভালোবাসবে
ত্রিশ বছর নয়ন ভিজায়াছি
তোমার চক্ষু পানে
চাহিয়াছি আরো বছর খানেক।
তুমি মায়াবীনী
তুমি ছায়াবীনী
তুমি আসিয়াছো একবার
হাতে গোলাপ গুচ্ছ নিয়ে
আমি দুয়ারে দাড়ায়ে
দেখেছি তোমার চরণভূমি।
তুমি নিশিতে আসিয়াছো
ভোর হওয়ার আগেই মিশায়াছো
আমি অপেক্ষমান ছিলাম
রহিয়াছিলাম তোমার বাহু ডরে
তুমি দেখনি
তুমি শোনোনি
এই চক্ষুদয়ের ত্রিশ বছরের আকুতি
আজও অপেক্ষেও মান
তুমি আসবে
আমায় ভালোবাসবে
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।