কৃঞ্চালিকা
মরিচাতো প্রিয় বিধুরই রহিয়াছে,
তোমাতে তাহা থাকিলে মন্দ কিসে?
প্রতিয়মান হইয়া তাহাই রহিয়াছে, তারপরেই তাহাই প্রিয়মান রই।
তবে তোমা ক্যানো ইত্তো দ্বিধায়, দ্বিধায়িত হইয়ে অদৃশ্য রও।
রূপে শ্রী হইতে হইবে, এইটা তো চিরন্তন নহে।
তারপরেও ক্যানো তোমার মন্দিরে এতো দ্বিধা বহে?
প্রিয় তো তাহাই হয়, যাহা প্রিয়তরে পৌঁছিবার সক্ষম হয়।
বিধুই তাহাতেই পৌঁছিবাররগ সক্ষম হয়, ইহাতেই সে প্রিয়ময় হইয়া রয়।
তোমা থাকো দ্বিধায়, থাকো লজ্জায়,
ইহাতেই কি যাইতে পারিবে, প্রিয়তরো দরজায়?
প্রিয় নয় সে অপ্রিয়, তাহারই আমি অযোগ্যা।
ইহা বলিয়া কি থাকিবে তোমার কথা অকথ্য।
কইরো না দ্বিধা-সংকোচ, কইরো নাকো ভয়।
বলো সবি তাহারে যতো চাই মন, বলো সবি নির্ভয়।
( কৃঞ্চালীনিদের জন্যি উৎসর্গ করিলাম )
তোমাতে তাহা থাকিলে মন্দ কিসে?
প্রতিয়মান হইয়া তাহাই রহিয়াছে, তারপরেই তাহাই প্রিয়মান রই।
তবে তোমা ক্যানো ইত্তো দ্বিধায়, দ্বিধায়িত হইয়ে অদৃশ্য রও।
রূপে শ্রী হইতে হইবে, এইটা তো চিরন্তন নহে।
তারপরেও ক্যানো তোমার মন্দিরে এতো দ্বিধা বহে?
প্রিয় তো তাহাই হয়, যাহা প্রিয়তরে পৌঁছিবার সক্ষম হয়।
বিধুই তাহাতেই পৌঁছিবাররগ সক্ষম হয়, ইহাতেই সে প্রিয়ময় হইয়া রয়।
তোমা থাকো দ্বিধায়, থাকো লজ্জায়,
ইহাতেই কি যাইতে পারিবে, প্রিয়তরো দরজায়?
প্রিয় নয় সে অপ্রিয়, তাহারই আমি অযোগ্যা।
ইহা বলিয়া কি থাকিবে তোমার কথা অকথ্য।
কইরো না দ্বিধা-সংকোচ, কইরো নাকো ভয়।
বলো সবি তাহারে যতো চাই মন, বলো সবি নির্ভয়।
( কৃঞ্চালীনিদের জন্যি উৎসর্গ করিলাম )
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রইস উদ্দিন খান আকাশ ১৩/১০/২০১৬খুব সুন্দর
-
স্বপন রোজারিও (মাইকেল) ১২/১০/২০১৬সুন্দর হয়েছে।