শেষপদ্য -১
বুঝিবে গো বুঝিবে,
যেদিন স্নান হইবে মোর বড়ই পাতার জলে।
বুঝিবে গো বুঝিবে,
সেদিন শেলাই বিহীন শ্বেতথান পরিধান হইবে মোর দ্যাহে।
সুরবালা; তোমা নাহি থাকিবে হয়তো সেদিন আমারি লগ্নে।
বুঝিবে কি বুঝিবে মোরে, ইহা ব্যতীত তার-আগ কোনো ক্ষণে?
আজি তবো আছো বেশ,
সুরতুমি মোরে করিয়া শেষ।
আসিবে কি আসিবে সেই তরে,
যেথায় রাখিবে মোরে শায়িত বড়োই পাতা চোখের উপ্রে দিয়ে?
কাদিবে কি কাদিবে,
সেই চারপায়ীর কোণায় বসে?
পারিব কি হইতে মুক্ষাপেক্ষী, তোমারি সনে?
পারিব কি বলিতে, থাকাইয়ে তোমারি পানে?
পাঠ করিবে কি সেই পদ্য,
যেথায় লিখেছিলোম তোমাতে লইয়া ছন্দ?
গুণবে কি ডায়েরীর পাতা
যেথা ছিলে সুরতুমি গাথা?
সুরবালা কবুও কি ঘটিবে তাহা?
তোমাতে লইয়া ভাবিলাম যাহা?
যেদিন স্নান হইবে মোর বড়ই পাতার জলে।
বুঝিবে গো বুঝিবে,
সেদিন শেলাই বিহীন শ্বেতথান পরিধান হইবে মোর দ্যাহে।
সুরবালা; তোমা নাহি থাকিবে হয়তো সেদিন আমারি লগ্নে।
বুঝিবে কি বুঝিবে মোরে, ইহা ব্যতীত তার-আগ কোনো ক্ষণে?
আজি তবো আছো বেশ,
সুরতুমি মোরে করিয়া শেষ।
আসিবে কি আসিবে সেই তরে,
যেথায় রাখিবে মোরে শায়িত বড়োই পাতা চোখের উপ্রে দিয়ে?
কাদিবে কি কাদিবে,
সেই চারপায়ীর কোণায় বসে?
পারিব কি হইতে মুক্ষাপেক্ষী, তোমারি সনে?
পারিব কি বলিতে, থাকাইয়ে তোমারি পানে?
পাঠ করিবে কি সেই পদ্য,
যেথায় লিখেছিলোম তোমাতে লইয়া ছন্দ?
গুণবে কি ডায়েরীর পাতা
যেথা ছিলে সুরতুমি গাথা?
সুরবালা কবুও কি ঘটিবে তাহা?
তোমাতে লইয়া ভাবিলাম যাহা?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।