প্রতীক্ষা
কেউ কি দেখেছ তাঁকে, যে বুক ভরা ভালবাসা নিয়ে আমার প্রতীক্ষায় আছে?
কেউ কি দেখেছ তাঁকে, কাশবনে গোলাপ হাতে যে রোজ আমার অপেক্ষায় থাকে?
কেউ কি দেখেছ তাঁকে, যে সন্ধ্যের পাণে আমাকে ব্যাকুল হয়ে খুজে?
দেখেছ কি এমন কাউকে, যে চাঁদনী রাতে আমার একাকীত্বের প্রহর গুণে
যার স্বপ্নের সব মুহূর্ত জুড়ে রয়েছি আমি মিশে।
যার পথ চলা, আমি হীনা বৃথা, বৃথা তাঁর উদ্দেশ্যহীন পথচলা।
কেউ তো বল?
কোনখানের বাতাস তাঁকে আমার প্রতীক্ষারর খবর জানাই?
কোন নদীর জলে মিশেছে, আমার জন্য তার ব্যাকুলতারর অশ্রু?
দেখেছ কি তাঁকে?
কেউ কি দেখেছ তাঁকে, কাশবনে গোলাপ হাতে যে রোজ আমার অপেক্ষায় থাকে?
কেউ কি দেখেছ তাঁকে, যে সন্ধ্যের পাণে আমাকে ব্যাকুল হয়ে খুজে?
দেখেছ কি এমন কাউকে, যে চাঁদনী রাতে আমার একাকীত্বের প্রহর গুণে
যার স্বপ্নের সব মুহূর্ত জুড়ে রয়েছি আমি মিশে।
যার পথ চলা, আমি হীনা বৃথা, বৃথা তাঁর উদ্দেশ্যহীন পথচলা।
কেউ তো বল?
কোনখানের বাতাস তাঁকে আমার প্রতীক্ষারর খবর জানাই?
কোন নদীর জলে মিশেছে, আমার জন্য তার ব্যাকুলতারর অশ্রু?
দেখেছ কি তাঁকে?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সভ্যচাষী সপ্তম ১০/০৯/২০১৬সুন্দর
-
শমীক বন্দ্যোপাধ্যায় ০৯/০৯/২০১৬বাঃ
-
মোনালিসা ০৮/০৯/২০১৬সুন্দর হয়েছে।
-
অঙ্কুর মজুমদার ০৮/০৯/২০১৬vlo....