M. U. Rakib
M. U. Rakib-এর ব্লগ
ক্রমানুসার:
-
মরিচাতো প্রিয় বিধুরই রহিয়াছে,
তোমাতে তাহা থাকিলে মন্দ কিসে?
প্রতিয়মান হইয়া তাহাই রহিয়াছে, তারপরেই তাহাই প্রিয়মান রই।
তবে তোমা ক্যানো ইত্তো দ্বিধায়, দ্বিধায়িত হইয়ে অদৃশ্য রও। [বিস্তারিত] -
বুঝিবে গো বুঝিবে,
যেদিন স্নান হইবে মোর বড়ই পাতার জলে।
বুঝিবে গো বুঝিবে,
সেদিন শেলাই বিহীন শ্বেতথান পরিধান হইবে মোর দ্যাহে। [বিস্তারিত] -
কেউ কি দেখেছ তাঁকে, যে বুক ভরা ভালবাসা নিয়ে আমার প্রতীক্ষায় আছে?
কেউ কি দেখেছ তাঁকে, কাশবনে গোলাপ হাতে যে রোজ আমার অপেক্ষায় থাকে?
কেউ কি দেখেছ তাঁকে, যে সন্ধ্যের পাণে আমাকে ব্যাকুল হয়ে খুজে?
দেখেছ... [বিস্তারিত]