পথের অপেক্ষায়
সন্ধ্যা ঘনিয়ে আসছে,
পথের ধারে রঙিন আলা গুলো
ঝল মল করে,
মনুষের ভীর,
সব যে জেন, শরীরে ভীতরে ঠান্ডা বাতাস বেশে অন্তরের বইছে।
পথের অপেক্ষায় সব জর হয়ে পড়েছে
পয়ের ছাপ পথে আর পরে না।
মনুষের ভীরে, মানুষরূপী ছদ্দ বেশ
বেশ ভালই মানিয়েছ।
হঠ্যাৎ তাকে হারিয়ে ফেলি
অন্ধ চোখের আবেশে।
বেশ তো আমার ভাল ভাব ধরেছে।
সময় সন্মুখে,
বন্ধ দরজা আর খোল হল না।
পথের ধারে রঙিন আলা গুলো
ঝল মল করে,
মনুষের ভীর,
সব যে জেন, শরীরে ভীতরে ঠান্ডা বাতাস বেশে অন্তরের বইছে।
পথের অপেক্ষায় সব জর হয়ে পড়েছে
পয়ের ছাপ পথে আর পরে না।
মনুষের ভীরে, মানুষরূপী ছদ্দ বেশ
বেশ ভালই মানিয়েছ।
হঠ্যাৎ তাকে হারিয়ে ফেলি
অন্ধ চোখের আবেশে।
বেশ তো আমার ভাল ভাব ধরেছে।
সময় সন্মুখে,
বন্ধ দরজা আর খোল হল না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কাফাশ মুনহামাননা ১২/০৬/২০১৭বেশ
-
সাইয়িদ রফিকুল হক ১১/০৬/২০১৭ভালো।
-
আলম সারওয়ার ১১/০৬/২০১৭ভাল লাগল আমার লেখাকে আরো গতিশীল করা করার জন্য শুভেচ্ছা থাকল
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১১/০৬/২০১৭ভালোলাগা সহ।
-
মোনালিসা ১১/০৬/২০১৭ভাল