অশান্তির শূন্য
দুই টাকা নোটের ভাজ,
পকেট থেকে বের করে
ঝাল মুড়ি খেতে খেতে পারিয়ে যেত সাঝ।
ভাজ খোলায়ও যে কি শান্তি ছিল,
বুঝতে পারছি আজ।
আজ কত অশান্তির শূন্য,
সামনে বসিয়ে বসিয়ে
শান্তিকে সারিয়ে দিচ্ছি একটু একটু করে, পরিপূন্য।
আমি যতই আকুল হয়ে
শান্তিকে খুজেছি,
ততই অশান্তিকে পয়েছি,
এ কি কোন বিপরীত সমিকরন?
যার পিছু ছোটা আছে কি বারণ?
পকেট থেকে বের করে
ঝাল মুড়ি খেতে খেতে পারিয়ে যেত সাঝ।
ভাজ খোলায়ও যে কি শান্তি ছিল,
বুঝতে পারছি আজ।
আজ কত অশান্তির শূন্য,
সামনে বসিয়ে বসিয়ে
শান্তিকে সারিয়ে দিচ্ছি একটু একটু করে, পরিপূন্য।
আমি যতই আকুল হয়ে
শান্তিকে খুজেছি,
ততই অশান্তিকে পয়েছি,
এ কি কোন বিপরীত সমিকরন?
যার পিছু ছোটা আছে কি বারণ?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Tanju H ১০/০৬/২০১৭
-
সাইয়িদ রফিকুল হক ১০/০৬/২০১৭বিষয়বস্তু ভালো। কিন্তু কবিতার নামের অর্থ বুঝিনি।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১০/০৬/২০১৭বানানে মন দিতে হবে।
-
অঞ্জন চন্দ্র ১০/০৬/২০১৭তিস্তানে শুন্যতা হলে ভাল হত ।
-
রইস উদ্দিন খান আকাশ ১০/০৬/২০১৭আরো মনোযোগ দিয়ে চেষ্টা করুণ
-
সাঁঝের তারা ১০/০৬/২০১৭খুব সুন্দর।
সামনে আগানোর জন্য অনেক শুভেচ্ছা রইল