বিষ বৃক্ষ
মূত্যুর ফাঁদ পাতা এই পথে
প্রতি নিয়তো শকুনের মতো টেনে নিয়ে যাচ্ছে।
আমি জ্বলন্ত অগ্নির শব্দ শুনতে পাই
স্পর্ষ্ট কর্নে ভাসছে,
হিংস্র মানুষের পচা শবের গন্ধ বিশুদ্ধ বায়ুতে বিষাক্ত হয়ে ভেসে আসছে।
আমার ইন্দ্রিয় শক্তি বার বার হার মানে
চলে যাই পড়ন্ত হস্তে
বিষ বৃক্ষের মৃত্যু স্বাদ আস্বাধান করতে আনমনে।
ফিরে আশি ধ্বিকার দিতে দিতে
যাব না, যাব না
দেব না পা তোর ঐ ফাঁদ পাতা মৃত্যু কূপে।
আমি দেখেছি,
দেখেছি মৃত্যু এই পথে
চাকার নীচে, চাকার চাপে
খন্ড-বি-খন্ড-বহু খন্ড হয়ে পড়ে আছে পিচে,
এই শরীর।
ফিরে আশে চাকা, ফিরে আশে চাকা
ফিরে আসে এই নিথর শরীরের পাশে
মিশে যায়, পিষে যায়
শেষ হয়ে যায় এই কালো অমসৃন পিচে।
আলো ছাড়া আকাশ
কালঘুম, কালের কবলের বাতাস
তোর পায়ের নীচের কাল ঘাস,
তোকে আমি আলেয়ার আলো
সব বাধন ভাঙ্গার তন্ত্র
নিজেকে হারিয়ে ফেলার মন্ত্র
তোকে আমি দিয়েছি।
তুই আমার কাছে হার মানবি
হবিই তুই গ্রাস
বন্ধ করে দেব তোর নিশ্বাস-প্রশ্বাস।
আমি পাপ আত্না শয়তান
ছড়িয়ে আছি বিষাক্ত রক্তের রন্ধ্রে,
তোর রেখায় আমার শুরু
তোর রেখায়াই আমার শেষ।
প্রতি নিয়তো শকুনের মতো টেনে নিয়ে যাচ্ছে।
আমি জ্বলন্ত অগ্নির শব্দ শুনতে পাই
স্পর্ষ্ট কর্নে ভাসছে,
হিংস্র মানুষের পচা শবের গন্ধ বিশুদ্ধ বায়ুতে বিষাক্ত হয়ে ভেসে আসছে।
আমার ইন্দ্রিয় শক্তি বার বার হার মানে
চলে যাই পড়ন্ত হস্তে
বিষ বৃক্ষের মৃত্যু স্বাদ আস্বাধান করতে আনমনে।
ফিরে আশি ধ্বিকার দিতে দিতে
যাব না, যাব না
দেব না পা তোর ঐ ফাঁদ পাতা মৃত্যু কূপে।
আমি দেখেছি,
দেখেছি মৃত্যু এই পথে
চাকার নীচে, চাকার চাপে
খন্ড-বি-খন্ড-বহু খন্ড হয়ে পড়ে আছে পিচে,
এই শরীর।
ফিরে আশে চাকা, ফিরে আশে চাকা
ফিরে আসে এই নিথর শরীরের পাশে
মিশে যায়, পিষে যায়
শেষ হয়ে যায় এই কালো অমসৃন পিচে।
আলো ছাড়া আকাশ
কালঘুম, কালের কবলের বাতাস
তোর পায়ের নীচের কাল ঘাস,
তোকে আমি আলেয়ার আলো
সব বাধন ভাঙ্গার তন্ত্র
নিজেকে হারিয়ে ফেলার মন্ত্র
তোকে আমি দিয়েছি।
তুই আমার কাছে হার মানবি
হবিই তুই গ্রাস
বন্ধ করে দেব তোর নিশ্বাস-প্রশ্বাস।
আমি পাপ আত্না শয়তান
ছড়িয়ে আছি বিষাক্ত রক্তের রন্ধ্রে,
তোর রেখায় আমার শুরু
তোর রেখায়াই আমার শেষ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৯/০৬/২০১৭সুন্দর বিষয়।
-
Tanju H ০৮/০৬/২০১৭সুন্দর ।
শুভেচ্ছা রইল। -
সাইয়িদ রফিকুল হক ০৮/০৬/২০১৭শেষের স্তবকের সঙ্গে প্রথম কয়েক স্তবকের সাযুজ্যস্থাপন করতে সক্ষম হইনি।
-
সুদীপ কুমার ঘোষ(চোখেরবালি) ০৮/০৬/২০১৭বাঃ সুন্দর লেখা 📝
-
পিছাবনী{রাধাশ্যাম জানা(রাজ)} ০৮/০৬/২০১৭বাঃ খুব সুন্দর
-
এম,এ,মতিন ০৮/০৬/২০১৭অসাধারণ! অনেক অনেক ভালোলাগা রেখে গেলাম।
-
সাঁঝের তারা ০৮/০৬/২০১৭ভাল