rakhalbala
প্রতিক্ষিত কাক
- রাখাল বালক
হারিয়ে ফেলেছি তোমায়
মেঘে ঢাকা তারার পথ চলায়,
মেঘ কেটে যাবার প্রতীক্ষায়
ঘুম নেই চোখের পাতায়।
হারিয়ে ফেলেছি তোমার সঙ্গ
বহু মানুষের ভীরে লাগে এখনো নিসঙ্গ,
খুজে পাবার আছে অভিপ্রায়
আমার লালসা আমি পাবো তোমায়।
ভুলেগিয়াছি তোমার অন্ধকারের রূপ
আমার অন্তরে নেই কোন সুখ,
পূর্ণিমার প্রহর গুনি
তোমার চলার শব্দ শুনি।
এখন আর দেখিনা তোমায়
আমার ভোর রাতের কল্পনায়,
তোমাকে পাবার আশায়
কালো কলমের আচর ফেলছি সাদা পাতায় পাতায়।
- রাখাল বালক
হারিয়ে ফেলেছি তোমায়
মেঘে ঢাকা তারার পথ চলায়,
মেঘ কেটে যাবার প্রতীক্ষায়
ঘুম নেই চোখের পাতায়।
হারিয়ে ফেলেছি তোমার সঙ্গ
বহু মানুষের ভীরে লাগে এখনো নিসঙ্গ,
খুজে পাবার আছে অভিপ্রায়
আমার লালসা আমি পাবো তোমায়।
ভুলেগিয়াছি তোমার অন্ধকারের রূপ
আমার অন্তরে নেই কোন সুখ,
পূর্ণিমার প্রহর গুনি
তোমার চলার শব্দ শুনি।
এখন আর দেখিনা তোমায়
আমার ভোর রাতের কল্পনায়,
তোমাকে পাবার আশায়
কালো কলমের আচর ফেলছি সাদা পাতায় পাতায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
লিংকন ২০/০৫/২০১৭ভাল
-
মধু মঙ্গল সিনহা ১৯/০৫/২০১৭খুব সাজানো লেখা।
-
আলম সারওয়ার ১৮/০৫/২০১৭শুভেচ্ছা পাবার যোগ্য
ধন্য কবিতার জন্য । -
রুবেল চন্দ্র দাস ১৮/০৫/২০১৭Hmm
-
সাঁঝের তারা ১৮/০৫/২০১৭সুন্দর