নয় কোন প্রণয়কাব্য
দিনে দিনে বয়স যাচ্ছে কমে
ঝাপসা হচ্ছে ছবি, স্মৃতির এ্যালবামে।
প্রথম চিঠিটা দিয়েছিলাম বেনামে
কী হয়, ভেবে কপাল ভিজেছিলো ঘামে।
যা ভেবেছি, তার চেয়ে পেয়েছি সাড়া
আমিও পারি দিতে, কারো হৃদয়ে নাড়া!
হৃদয়ের দ্ধার খুলে, বাড়ালে দু,টো হাত
ভাবিনি, হ্যান্ডশেক নয়, করবে চপেটাঘাত!
প্রণয় ভেবে, অভিনয়কে দিয়েছি প্রশ্রয়
পরিণয় ঘটেনি, ঘটেছে, যা ঘটার নয়!
বন্ধুরা মুচকি হাসে, মাঝে মাঝে দেয় খোঁচা
দু'একজন বাড়িয়ে দেয়, টিস্যুও চোখ মোছা!
ঝাপসা হচ্ছে ছবি, স্মৃতির এ্যালবামে।
প্রথম চিঠিটা দিয়েছিলাম বেনামে
কী হয়, ভেবে কপাল ভিজেছিলো ঘামে।
যা ভেবেছি, তার চেয়ে পেয়েছি সাড়া
আমিও পারি দিতে, কারো হৃদয়ে নাড়া!
হৃদয়ের দ্ধার খুলে, বাড়ালে দু,টো হাত
ভাবিনি, হ্যান্ডশেক নয়, করবে চপেটাঘাত!
প্রণয় ভেবে, অভিনয়কে দিয়েছি প্রশ্রয়
পরিণয় ঘটেনি, ঘটেছে, যা ঘটার নয়!
বন্ধুরা মুচকি হাসে, মাঝে মাঝে দেয় খোঁচা
দু'একজন বাড়িয়ে দেয়, টিস্যুও চোখ মোছা!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইদুর রহমান ২৮/০১/২০১৬ভালো লিখেছেেন।
-
মোবারক হোসেন ১৮/০১/২০১৬ভাল।
-
মনিরুজ্জামান শুভ্র ১৩/০১/২০১৬ভাল লাগলো।
-
মাহাবুব ১২/০১/২০১৬সুন্দর, ভালো লাগলো কবিতাটি কবি।
-
আনছারুল ইসলাম ১২/০১/২০১৬সুন্দর
-
নির্ঝর ১২/০১/২০১৬সুন্দর হয়েছে
-
ধ্রুব রাসেল ১২/০১/২০১৬অসাধারণ লিখেছেন।