খ্যাতি অর্জনের সহজ উপায়
নন্দিত আর বিখ্যাত
অনেকেই আছে
নিন্দিত কুখ্যাত
এর সংখ্যাও কম নয়।
প্রথম দু"টো অর্জন
কঠিন নয়, কঠিনতর।
দ্বিতীয় দু"টো
সহজ মানে, একেবারে সহজ।
মুখের লাগাম ছাড়লে
নিন্দিত আর কুখ্যাত
হওয়া আর ঠেকায় কে?
বিখ্যাত না হতে পারলেও
কুখ্যাত হলেই সমস্যা কী!
অনেকেই আছে
নিন্দিত কুখ্যাত
এর সংখ্যাও কম নয়।
প্রথম দু"টো অর্জন
কঠিন নয়, কঠিনতর।
দ্বিতীয় দু"টো
সহজ মানে, একেবারে সহজ।
মুখের লাগাম ছাড়লে
নিন্দিত আর কুখ্যাত
হওয়া আর ঠেকায় কে?
বিখ্যাত না হতে পারলেও
কুখ্যাত হলেই সমস্যা কী!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৭/১১/২০১৪একদম একমত হতে পারলাম না। বিখ্যাত হতে না পারলেই যে কুখ্যাত হতে হবে তার কোনো যুক্তি নেই। তবে মুখের লাগাম ছাড়লে কুখ্যাত আর বিখ্যাত .........কে ঠেকায় ভালো লাগছে।
-
রক্তিম ১২/১১/২০১৪একটা মানুষ সবার কাছে আদৃত হবে । এমন কেন হয়না............ বা হতে পারে না । একটা পথ সামনের দিকে যায় সেই পথে পিছন দিকে যাওয়া যায়। যে যেটা বেছে নেয় । ভালো থাকবেন
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১০/১০/২০১৪রাখাল যেটাই হবে নাম্বার এক হতে হবে।
-
মঞ্জুর হোসেন মৃদুল ০৫/১০/২০১৪সুন্দর ভাবনা। ঈদ মোবারক।
-
আফরান মোল্লা ০৫/১০/২০১৪কবিতার ভাবখানা বুঝিয়ে বলবেন কি??