সমকালীন অণুকাব্য চাচা
(১)
নির্বাসনে যেতে রাজী
নির্বাচনে নয়
করিনা আর আমি
চৌদ্দশিকের ভয় ।
(২)
গণতন্ত্রের তান্ত্রিকেরা
সাথে রাজাকার
উৎখাত করেছিল আমায়
ছিলাম নাকি স্বৈরাচার!
(৩)
আপোসহীন করলো আপোস
রাজাকারের সাথে
দেশরত্ন রাখলো হাত
এই স্বৈরাচারের হাতে ।
(৪)
চৌদ্দশিকে জীবনগেলো
ভাঙ্গলো আমার দল
বয়সও বাড়লো আমার
পাইনা মনোবল ।
(৫)
সকালে টেকনাফ গেলে
বিকালে তেতুঁলিয়া
টানা হেজড়া না হলে
করতাম একটা বিয়া।
-----------------
নির্বাসনে যেতে রাজী
নির্বাচনে নয়
করিনা আর আমি
চৌদ্দশিকের ভয় ।
(২)
গণতন্ত্রের তান্ত্রিকেরা
সাথে রাজাকার
উৎখাত করেছিল আমায়
ছিলাম নাকি স্বৈরাচার!
(৩)
আপোসহীন করলো আপোস
রাজাকারের সাথে
দেশরত্ন রাখলো হাত
এই স্বৈরাচারের হাতে ।
(৪)
চৌদ্দশিকে জীবনগেলো
ভাঙ্গলো আমার দল
বয়সও বাড়লো আমার
পাইনা মনোবল ।
(৫)
সকালে টেকনাফ গেলে
বিকালে তেতুঁলিয়া
টানা হেজড়া না হলে
করতাম একটা বিয়া।
-----------------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৭/১১/২০১৪হমমম বেশ ভালো লিখেছেন।...................
-
মল্লিকা রায় ০৫/০৭/২০১৪বাহ্ চমত্কার কবিতা মুগ্ধতার সীমা রইলো না।মাখামাখি।
-
আরজু নাসরিন পনি ১৪/০৪/২০১৪
নতুন বছরের শুভেচ্ছা রইল, রাখাল ।। -
সায়েম খান ২৩/০১/২০১৪কোথায় হারালেন ভাই?
-
খলিলুর রহমান ০৯/১২/২০১৩সুন্দর