www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নানার বাড়ী

না, আজ আর নানার বাড়ী নেই
মামার বাড়ী ।
মামার বাড়ীতে আর যাওয়া হয়না
বা হয়ে উঠেনা।
মামারা আজ বদলেছে
তরুণ থেকে মধ্যবয়সী ।
আর মামাতো ভাইবোনেরা
আমার খেলার সাথীরা, শুভাকাংখীরা
হাসান হেনা লিমারাও বদলেছে ।
হেনা লিমারা চলে গেছে
আপন ঠিকানায় ।
এখন তাদের ছেলেমেয়েরা আসে
তাদের নানার বাড়ীতে ।
সময় বদলেছে
আমিও বদলেছি অনেকটা ।
তবু খুঁজি সেই নানার বাড়ী ।
নিষ্ঠুর সময় তা আর ফিরিয়ে দেয়না ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৩১৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • একদম মনের কথা গুলো সুন্দর স্পষ্ট করে লিখলেন। খুব ভালো লাগলো।
  • জহির রহমান ২৬/১১/২০১৩
    বিয়ে করবেন কবে ?
    • রাখাল ২৬/১১/২০১৩
      যেদিন কোন মেয়ে বিয়ে বসবে আমার কাছে ।
      • জহির রহমান ২৬/১১/২০১৩
        আপনি রাজি হলেইতো আর দেরি হচ্ছেনা! আপনিইতো নাকি রাজি হচ্ছেন না!
        • রাখাল ২৭/১১/২০১৩
          আমিতো রাজি
          কিন্তু পাচ্ছিনা পাত্রী ও কাজী
          পেলে বিয়ে করবো আজই ।
  • אולי כולנו טועים ২৫/১১/২০১৩
    খুব সুন্দর।
 
Quantcast