নানার বাড়ী
না, আজ আর নানার বাড়ী নেই
মামার বাড়ী ।
মামার বাড়ীতে আর যাওয়া হয়না
বা হয়ে উঠেনা।
মামারা আজ বদলেছে
তরুণ থেকে মধ্যবয়সী ।
আর মামাতো ভাইবোনেরা
আমার খেলার সাথীরা, শুভাকাংখীরা
হাসান হেনা লিমারাও বদলেছে ।
হেনা লিমারা চলে গেছে
আপন ঠিকানায় ।
এখন তাদের ছেলেমেয়েরা আসে
তাদের নানার বাড়ীতে ।
সময় বদলেছে
আমিও বদলেছি অনেকটা ।
তবু খুঁজি সেই নানার বাড়ী ।
নিষ্ঠুর সময় তা আর ফিরিয়ে দেয়না ।
মামার বাড়ী ।
মামার বাড়ীতে আর যাওয়া হয়না
বা হয়ে উঠেনা।
মামারা আজ বদলেছে
তরুণ থেকে মধ্যবয়সী ।
আর মামাতো ভাইবোনেরা
আমার খেলার সাথীরা, শুভাকাংখীরা
হাসান হেনা লিমারাও বদলেছে ।
হেনা লিমারা চলে গেছে
আপন ঠিকানায় ।
এখন তাদের ছেলেমেয়েরা আসে
তাদের নানার বাড়ীতে ।
সময় বদলেছে
আমিও বদলেছি অনেকটা ।
তবু খুঁজি সেই নানার বাড়ী ।
নিষ্ঠুর সময় তা আর ফিরিয়ে দেয়না ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৭/১১/২০১৪একদম মনের কথা গুলো সুন্দর স্পষ্ট করে লিখলেন। খুব ভালো লাগলো।
-
জহির রহমান ২৬/১১/২০১৩বিয়ে করবেন কবে ?
-
אולי כולנו טועים ২৫/১১/২০১৩খুব সুন্দর।