www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সমকালীন অণুকাব্য ফাঁস আর ফাঁসি

(১)
ফাঁস আর ফাঁসি
হাসা আর হাসি
ঘৃণা আর ভালোবাসা
থাকে পাশাপাশি ।

                          (২)
                            ফাঁস করে পাশ করে
                            পাও তুমি চাকরী
                            কর্তা আর কর্মী নও
                            অথর্ব  আর লাকড়ী ।
(৩)
কথা আর কাজে
নেই কোন ছন্দ
ফাঁসে পাশে বুঝো
তুমি এক অন্ধ ।
                            (৪)
                                ডানে গেলে ডানে হাসে
                                বামে গেলে বামে
                                কি যেনো আলোচনা
                                 তোমারই নামে!

(৫)
মনে সদা সংকোচ
ভয় রাশিরাশি
মুখে আর কথা নেই
নেই আর হাসি ।

( বুঝ ঠেলা ফাঁস আর ফাঁসি থাকে পাশাপাশি )
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২৭৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • হমম সুন্দর মজার ছন্দ।
  • সুলতান মাহমুদ ২৫/১১/২০১৩
    nice
  • জহির রহমান ২৪/১১/২০১৩
    • রাখাল ২৫/১১/২০১৩
      ডিবি ভাই
      জহির ভাইয়ের খবর নাই?
  • আহমাদ সাজিদ ২৪/১১/২০১৩
    আবার এখানেও এটা পোস্ট করেছ?
    তোমার ফঁসে দেব ফাঁসি
    • রাখাল ২৪/১১/২০১৩
      কী করবো বলুন, সময়ের স্বল্পতা, বেশীরভাগই সময় নেটে বসেই লেখা হয়। একসাইটে লিখে আরেক সাইটে সিপি করে দৌড় । তাছাড়া কিছু লেখাতো দেখতেও হয় ।
      • রাখাল ২৫/১১/২০১৩
        ঘরতো দেখলেন
        নাই কোন ঘরনি
        মাঝে মাঝে জ্বলি পুড়ি
        চাই আমি মরনি!
  • রোদের ছায়া ২৪/১১/২০১৩
    চমৎকার । রসাল অনুকাব্য ।
 
Quantcast