স্তব্দতা
আমার কথাগুলো আমার কষ্টের মতোই জমাট বাঁধা
অনেকদিন ধরে ইচ্ছে করে, চিৎকার করে কাঁদতে
কিন্তু পারিনা, চোখে একফোঁটা জল নেই
গলায় একরত্ত্বি জোর নেই চিৎকারের!
পৃথিবীর সব স্তব্দতা-জড়তা গ্রাস করেছে আমাকে ।
আমি অাঁধারে ঢেকেছি,আমার পৃথিবী
চাঁদকে সরিয়ে দিয়েছি, নিজেই ।
আমার কর্মফল আমাকে ভোগ করতে হবেই
চাঁদের কোনই কলঙ্ক নেই ।
কলঙ্ক সম্পূর্ণ আমার ।
অনেকদিন ধরে ইচ্ছে করে, চিৎকার করে কাঁদতে
কিন্তু পারিনা, চোখে একফোঁটা জল নেই
গলায় একরত্ত্বি জোর নেই চিৎকারের!
পৃথিবীর সব স্তব্দতা-জড়তা গ্রাস করেছে আমাকে ।
আমি অাঁধারে ঢেকেছি,আমার পৃথিবী
চাঁদকে সরিয়ে দিয়েছি, নিজেই ।
আমার কর্মফল আমাকে ভোগ করতে হবেই
চাঁদের কোনই কলঙ্ক নেই ।
কলঙ্ক সম্পূর্ণ আমার ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৭/১১/২০১৪এক কথায় অসাধারণ লাগলো। চালিয়ে যান..............
-
মল্লিকা রায় ০৫/০৭/২০১৪আমায় বলেন---শুনতে রাজি।
-
সায়েম খান ২৭/১১/২০১৩অন্তর্দহন সদাই সদাই
প্রাণের জ্বালা কেউ বোঝেনা
ঘাটের মরা ঘাটেই রইলাম
খেয়া চোখে পড়েনা।
ধন্যবাদ সুন্দর কবিতার জন্য।
সময় করে আমার বাড়িতে বেড়াতে আসবেন কিন্তু।