সমকালীন অনুকাব্য ইউনুস
(১)
যত দোষ-নন্দ ঘোষ
ঘোষ গিয়েছে মারা ।
ঘোষের দায় নেয়নি কেউ
ড. ইউনুস ছাড়া ।
(২)
অনাহারে মরতো মানুষ
সেটাই ছিলো ভালো ।
সুদের ব্যবসা করে
ব্যাটা নোবেল প্রাইজ পেলো ।
(৩)
নোবেল নিয়ে শান্ত হয়নি
চালে দাবার চাল ।
সারা বিশ্বে একাই যেন
ধরতে চায় হাল ।
(৪)
নোবেল প্রাইজ পেয়ে ব্যাটা
বিশ্বের নজর কাড়ে ।
নেতারা খুবই চালাক
ব্যাটাকে আর ছাড়ে ।
(৫)
সারা বিশ্ব চালাক ব্যাটা
কে করেছে মানা ।
এদেশে গণতন্ত্রের ধারক যারা
তাদেরকে দেয় হানা ।
যত দোষ-নন্দ ঘোষ
ঘোষ গিয়েছে মারা ।
ঘোষের দায় নেয়নি কেউ
ড. ইউনুস ছাড়া ।
(২)
অনাহারে মরতো মানুষ
সেটাই ছিলো ভালো ।
সুদের ব্যবসা করে
ব্যাটা নোবেল প্রাইজ পেলো ।
(৩)
নোবেল নিয়ে শান্ত হয়নি
চালে দাবার চাল ।
সারা বিশ্বে একাই যেন
ধরতে চায় হাল ।
(৪)
নোবেল প্রাইজ পেয়ে ব্যাটা
বিশ্বের নজর কাড়ে ।
নেতারা খুবই চালাক
ব্যাটাকে আর ছাড়ে ।
(৫)
সারা বিশ্ব চালাক ব্যাটা
কে করেছে মানা ।
এদেশে গণতন্ত্রের ধারক যারা
তাদেরকে দেয় হানা ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জহির রহমান ১২/১১/২০১৩muগ্ধ!
-
রাশেদ আহমেদ শাওন ১২/১১/২০১৩নোবেল প্রাইজটা দিতে হইত অর্থনীতিতে দিছে শান্তিতে।ভুল করছে।