ব্যাকরণে পড়েছি
বাংলা ব্যাকরণে পড়েছি
যে নারীর হাসি সুন্দর
সে নারী সুহাসিনী ।
যে নারীর কথা সুন্দর
সে নারী সুভাষিনী ।
শব্দ দু"টির শাব্দিক অর্থ বুঝলেও
বুঝিনি মর্মার্থ;
কৈশোর পেরিয়ে মধ্য যৌবনে এসেও
পায়নি কোন সুহাসিনী-সুভাষিনীর দেখা ।
আজ এই প্রথম তোমার হাসিতে
আর কথাতেই পেলাম
সেই সুহাসিনী আর সুভাষিনীর দেখা,
বুঝলাম মর্মার্থ;
যে নারীর হাসির দ্যুতি
পুলকের ঢেউ তুলে
কোন যুবকের হৃদয়ে
সেইতো সুহাসিনী ।
যে নারীর কথার মাধুর্যতা
দাগ কাটে কোন যুবকের হৃদয়ে
সেইতো সুভাষিনী ।
বাংলা ব্যাকরণে পড়েছি
আর আজ তোমার হাসি আর কথাতেই বুঝলাম
শব্দ দুটির মর্মার্থ ।
যে নারীর হাসি সুন্দর
সে নারী সুহাসিনী ।
যে নারীর কথা সুন্দর
সে নারী সুভাষিনী ।
শব্দ দু"টির শাব্দিক অর্থ বুঝলেও
বুঝিনি মর্মার্থ;
কৈশোর পেরিয়ে মধ্য যৌবনে এসেও
পায়নি কোন সুহাসিনী-সুভাষিনীর দেখা ।
আজ এই প্রথম তোমার হাসিতে
আর কথাতেই পেলাম
সেই সুহাসিনী আর সুভাষিনীর দেখা,
বুঝলাম মর্মার্থ;
যে নারীর হাসির দ্যুতি
পুলকের ঢেউ তুলে
কোন যুবকের হৃদয়ে
সেইতো সুহাসিনী ।
যে নারীর কথার মাধুর্যতা
দাগ কাটে কোন যুবকের হৃদয়ে
সেইতো সুভাষিনী ।
বাংলা ব্যাকরণে পড়েছি
আর আজ তোমার হাসি আর কথাতেই বুঝলাম
শব্দ দুটির মর্মার্থ ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জহির রহমান ১৩/১১/২০১৩
-
জহির রহমান ০৯/১১/২০১৩এতদিন কোথায় ছিলেন?
-
আরজু নাসরিন পনি ০৮/১১/২০১৩হাহা
ব্যাকরণ বুঝতে একটু বেশি সময় লাগলেও খুব বাস্তাবিকভাবে বোঝাটায় ব্যাকরণ নিজেই সার্থক ।
পড়তে পড়তে একটু লাল হচ্ছিলাম...হাহাহাহা -
ওয়াহিদ ০৭/১১/২০১৩awsm......keeeep ittt up
-
মহিউদ্দিন হেলাল ০৭/১১/২০১৩ভাল
-
মীর শওকত ০৭/১১/২০১৩সুন্দর প্রকাশ ভঙ্গি ।বেশ লাগল । সুস্থ থাকুন ।
-
দাদা মুহাইমিন চৌধূরী ০৭/১১/২০১৩অসাধারন ! চমৎকার কবিতা হয়েছে রাখাল বালক
-
ইসমাত ইয়াসমিন ০৭/১১/২০১৩ভাল লাগ্ল...সুন্দর বলেছেন।
-
জহির রহমান ০৭/১১/২০১৩অসাধারণ!
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৭/১১/২০১৩সুন্দর বলেছেন।
সব রাখালি যদি এমনি কাটে রাখালের ঘর
কত রাখালী আসবে যাবে, করবেন কত পর?