সমকালীন অনুকাব্য -টক শো
(১)
টক শো, টক নয়
খুব কড়া, মিষ্টি!
বক্তার বক বক
দর্শকের দৃষ্টি!
(২)
নেই আজ গোপাল ভাঁড়
কৌতুকও জানিনা
টক শো-ই সেরা কৌতুক
সবাই কি মানিনা?
(৩)
বক্তার বক বক
ঘড়িতে টক টক
কথা বলে ঘুড়িয়ে
সময় গেলো ফুরিয়ে ।
(৪)
ইথারে উড়িয়ে
প্রাণ যায় জুড়িয়ে।
বাড়লো ভক্ত
আরো পাবো রক্ত ।
(৫)
দর্শকও কম নয়
সেরা আজ মননে!
আগাছা ছাঁটবে
সাধের দেশ কাননে!
টক শো, টক নয়
খুব কড়া, মিষ্টি!
বক্তার বক বক
দর্শকের দৃষ্টি!
(২)
নেই আজ গোপাল ভাঁড়
কৌতুকও জানিনা
টক শো-ই সেরা কৌতুক
সবাই কি মানিনা?
(৩)
বক্তার বক বক
ঘড়িতে টক টক
কথা বলে ঘুড়িয়ে
সময় গেলো ফুরিয়ে ।
(৪)
ইথারে উড়িয়ে
প্রাণ যায় জুড়িয়ে।
বাড়লো ভক্ত
আরো পাবো রক্ত ।
(৫)
দর্শকও কম নয়
সেরা আজ মননে!
আগাছা ছাঁটবে
সাধের দেশ কাননে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আহমাদ সাজিদ ০২/১১/২০১৩সুন্দর আর ছন্দময় বাস্তব আর সত্যকথা
-
দাদা মুহাইমিন চৌধূরী ০২/১১/২০১৩আপনার সমসাময়ীক লেখা গুলো বরাবরই সাঙ্ঘাতিক ভাল হয়।
-
মীর শওকত ০২/১১/২০১৩চমত্কার অনুকাব্য যা পাঠক সহজেই উপলব্ধি করতে পারে ।পাঠক প্রিয়তা পাওয়ার মত । খুব ভাল লাগল ।
-
אולי כולנו טועים ০২/১১/২০১৩besh valo laglo ..
-
দীপঙ্কর বেরা ০২/১১/২০১৩ছন্দের তাল । আর চিত্র । ভাল লাগল ।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০২/১১/২০১৩সত্যি কথা।চমৎকার ছন্দ।ভালোো লাগলো বাস্তবতা র চিত্র।