তারুণ্যের সংলাপ (রাখাল ও জহির রহমান)
সারাদেশে বিবদমান সংকট নিরসনে আপা ও ভাবীর সংলাপ নিয়ে যখন চলছে সরগরম অবস্থা এমনি সময়ে, সুনীল গঙ্গোপাধ্যায়ের ভালোবাসি ভালোবাসি কবিতাটি জহির রহমান তারুণ্যে শেয়ার করেছেন । ঐ পোষ্টে ভালোবাসাবাসি নিয়ে রাখাল ও জহির রহমানের মধ্যে হয়েছে সংলাপ । আপনাদের জন্য সেই সংলাপটিই পোষ্ট করলাম । ভালোলাগা মন্দলাগা দু'টোই শেয়ার করতে পারেন ।
রাখালঃ
ভেসে যাচ্ছেন বুঝি ভালোবাসার বন্যায়
ভালোবাসার মর্ম বুঝবেন বুকভাসা কান্নায়!
সাবধান করে দিলাম, বলে দিলাম সাবধান
ভালোবাসা ভালো নয়, তফাতে যান ।
হয়তো ভাবছেন, রাখাল বুঝে কি ভালোবাসার মর্ম
মানুষের ঘৃণা নিয়ে গরু চড়ানোই যার কর্ম ।
ভাবলে ভাবেন, দিলে দিন ধিক
আজ নয় কাল বুঝবেন রাখালই ঠিক ।
জ.রহমানঃ
রাখাল ভাই বলেন যা
জহির রহমানও ভালো জানে তা,
তাইতো ধীরে করে এসব কর্ম
কারণ সেও জানে ভালোবাসার মর্ম:
কখনো আমি বলবোনা ধিক
কারণ আমি জানি রাখালই ঠিক।
রাখালঃ
ঠিক বলে টিক দিয়ে করলেন ভুল
রাখাল ওসবের বুঝেনা আসলে একচুল ।
রাখালের কথায় পেয়ে গেছেন বুঝি ভয়
তাই রাখালের কথাকেই সত্য বলে মনে হয় ।
জ.রহমানঃ
আমি জানি রাখালের অভিজ্ঞতা আছে ঢের
তাইতো আমি জানতে চাইনি ওসব কিছু ফের ।
তাই ওসব যাক, দূরে যাক ।
আমার জন্য রাখালের ভালোবাসা থাক ।
রাখালঃ
ভালোবাসা থাকবার নয়, বিলাবার
ভালোবাসা না পেলে কেউ চায় কিলাবার ।
জ.রহমানঃ
এভাবে যদি লিখতে থাকেন ছন্দ
মনের মাঝে সৃষ্টি হয় দ্বিধাদ্বন্ধ
পারিনা লিখতে আমি ভালো ছন্দ
তাই করে দিবো জবাব দেয়া বন্ধ ।
রাখালঃ
ছন্দ নিয়ে দ্বন্ধ নয়
জবাবও বন্ধ নয় ।
ভালোবাসা মানে সাপ নিয়ে খেলা
খেলতে জানলে ভালো, না জানলে ঠেলা ।
জ.রহমান
ভালোবাসার খেলা করতে লাগে ভয়
যদি সত্যি সত্যি না হয়, ভালোবাসার জয় ।
তবেতো জীবনটার শান্তি হবে ক্ষয়
তাইতো মন জড়ো জড়ো ভয়ে ভয়ে রয় ।
রাখালঃ
পরাজয়ে ডরেনা রীর
কচুকাটা হলেও উচ্চে রাখে শীর
পরাজয়ের মাঝেই থাকে জয়ের বীজ লুকিয়ে
ভালোবাসার আগেই ভয়ে গেলেন বুঝি শুকিয়ে?
জ.রহমান
কিছু ভালোবাসা থেকে থাকতে চাই দূরে
বিরহ ব্যথায় মনটা যদি পুড়ে
ভালোবাসা যেন আলো-ছায়া খেলা
অবুঝ মনে স্বপ্ন গেঁথে কেটে যায় বেলা।
রাখালঃ
জানেননা বুঝি সেটাই খাঁটি মন
যেটা বিরহে পুড়ে সারক্ষণ?
আলো-ছায়ার সাথে আছে কিছু ছাই
বিরহের কষ্টেও ভালোবাসা চাই ।
জ.রহমান
পারবোনা সইতে এতো ভালোবাসার কষ্ট
হয়ে যেতে পারি তাতে আমি পথভ্রষ্ট
তার চাইতে ভালো হয় অন্য কিছু করি
ভালোবাসাকে বলে দিই- আই অ্যাম ভেরি সরি ।
রাখালঃ
জীবনটা নষ্ট নয়, পথভ্রষ্টতা নয়
সহজ সরল পথেই থাকুণ যেটা ভালে হয় ।
জ.রহমানঃ
থাকতেতো চাই সরল পথে
কিন্তু নানা জনের নানা মতে
সব কিছু নষ্ট হয়ে যায়
ভালোবাসা শেষে পালায়।
রাখালঃ
আপনি কোথায় জবাব দিবেন হারিয়েছেন বুঝি খেই
এখানেই তবে ইতি টেনে দেই ।
জ.রহমানঃ
না না ইতি টানবেন কেন?
অনেকটা ভালো লাগছিলো যেনো
চালিয়ে যান করি কথোপকথন
দেখিনা কোথায় গিয়ে হয় এর পতন ।
রাখালঃ
কিভাবে চালাবো আর
জবাবের স্থানটা ভুল করছেন বারবার?
###
রাখালঃ
ভেসে যাচ্ছেন বুঝি ভালোবাসার বন্যায়
ভালোবাসার মর্ম বুঝবেন বুকভাসা কান্নায়!
সাবধান করে দিলাম, বলে দিলাম সাবধান
ভালোবাসা ভালো নয়, তফাতে যান ।
হয়তো ভাবছেন, রাখাল বুঝে কি ভালোবাসার মর্ম
মানুষের ঘৃণা নিয়ে গরু চড়ানোই যার কর্ম ।
ভাবলে ভাবেন, দিলে দিন ধিক
আজ নয় কাল বুঝবেন রাখালই ঠিক ।
জ.রহমানঃ
রাখাল ভাই বলেন যা
জহির রহমানও ভালো জানে তা,
তাইতো ধীরে করে এসব কর্ম
কারণ সেও জানে ভালোবাসার মর্ম:
কখনো আমি বলবোনা ধিক
কারণ আমি জানি রাখালই ঠিক।
রাখালঃ
ঠিক বলে টিক দিয়ে করলেন ভুল
রাখাল ওসবের বুঝেনা আসলে একচুল ।
রাখালের কথায় পেয়ে গেছেন বুঝি ভয়
তাই রাখালের কথাকেই সত্য বলে মনে হয় ।
জ.রহমানঃ
আমি জানি রাখালের অভিজ্ঞতা আছে ঢের
তাইতো আমি জানতে চাইনি ওসব কিছু ফের ।
তাই ওসব যাক, দূরে যাক ।
আমার জন্য রাখালের ভালোবাসা থাক ।
রাখালঃ
ভালোবাসা থাকবার নয়, বিলাবার
ভালোবাসা না পেলে কেউ চায় কিলাবার ।
জ.রহমানঃ
এভাবে যদি লিখতে থাকেন ছন্দ
মনের মাঝে সৃষ্টি হয় দ্বিধাদ্বন্ধ
পারিনা লিখতে আমি ভালো ছন্দ
তাই করে দিবো জবাব দেয়া বন্ধ ।
রাখালঃ
ছন্দ নিয়ে দ্বন্ধ নয়
জবাবও বন্ধ নয় ।
ভালোবাসা মানে সাপ নিয়ে খেলা
খেলতে জানলে ভালো, না জানলে ঠেলা ।
জ.রহমান
ভালোবাসার খেলা করতে লাগে ভয়
যদি সত্যি সত্যি না হয়, ভালোবাসার জয় ।
তবেতো জীবনটার শান্তি হবে ক্ষয়
তাইতো মন জড়ো জড়ো ভয়ে ভয়ে রয় ।
রাখালঃ
পরাজয়ে ডরেনা রীর
কচুকাটা হলেও উচ্চে রাখে শীর
পরাজয়ের মাঝেই থাকে জয়ের বীজ লুকিয়ে
ভালোবাসার আগেই ভয়ে গেলেন বুঝি শুকিয়ে?
জ.রহমান
কিছু ভালোবাসা থেকে থাকতে চাই দূরে
বিরহ ব্যথায় মনটা যদি পুড়ে
ভালোবাসা যেন আলো-ছায়া খেলা
অবুঝ মনে স্বপ্ন গেঁথে কেটে যায় বেলা।
রাখালঃ
জানেননা বুঝি সেটাই খাঁটি মন
যেটা বিরহে পুড়ে সারক্ষণ?
আলো-ছায়ার সাথে আছে কিছু ছাই
বিরহের কষ্টেও ভালোবাসা চাই ।
জ.রহমান
পারবোনা সইতে এতো ভালোবাসার কষ্ট
হয়ে যেতে পারি তাতে আমি পথভ্রষ্ট
তার চাইতে ভালো হয় অন্য কিছু করি
ভালোবাসাকে বলে দিই- আই অ্যাম ভেরি সরি ।
রাখালঃ
জীবনটা নষ্ট নয়, পথভ্রষ্টতা নয়
সহজ সরল পথেই থাকুণ যেটা ভালে হয় ।
জ.রহমানঃ
থাকতেতো চাই সরল পথে
কিন্তু নানা জনের নানা মতে
সব কিছু নষ্ট হয়ে যায়
ভালোবাসা শেষে পালায়।
রাখালঃ
আপনি কোথায় জবাব দিবেন হারিয়েছেন বুঝি খেই
এখানেই তবে ইতি টেনে দেই ।
জ.রহমানঃ
না না ইতি টানবেন কেন?
অনেকটা ভালো লাগছিলো যেনো
চালিয়ে যান করি কথোপকথন
দেখিনা কোথায় গিয়ে হয় এর পতন ।
রাখালঃ
কিভাবে চালাবো আর
জবাবের স্থানটা ভুল করছেন বারবার?
###
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Înšigniã Āvî ০১/১১/২০১৩খুব ভাল
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০১/১১/২০১৩খুবই ভালো লাগলো।চালিয়ে যান।আমরা আছি আপনাদের পাশে।