www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সমকালীন সমীকরণ

আমি এক মুর্খ রাখাল । গাণিতিক সমীকরণ বুঝিনা । তবুও অনেকটা দুঃসাহসের সাথে ০৫টি সমীকরণ দিলাম । আশাকরি, আপনারা দ্বি-মত করবেননা ।

(১) 14+18=02
(২) 14+18=15
(৩) 14+18=32
(৪) 14+18=49
(৫) 14+18=69
উপরের ০৫টি সমীকরণের ০৫টিই ঠিক । যারা ঠিক বলে মেনেছেন তাদেরকে ধন্যবাদ । যারা মানেননি তাদেরকেও ধন‌্যবাদ সহ ব্যাখা দিচ্ছি ।

সমীকরণ-১ এ 14 সরকারী জোট আর 18 বিরোধী জোট । আর জোট মানেই এক(01)। এক্ষেত্রে 14 এর প্রকৃত মান 01 এবং 18 এর প্রকৃত মান 01 ।
সুতরাং 01+01=02 নাকি মিছা কইলাম?

সমীকরণ-২ এ 15 মানে 9 ও 6 মানে গোজামিল আর অসঙ্গতির প্রতীক । বাংলাদেশে গোজামিল আর অসঙ্গতির জন্য সরকারী জোট 60% ও বিরোধী জোট 40% দায়ী । মানে সরকারী জোট-09, বিরোধী জোট-06 ।
সুতরাং 09+06=15, নাকি মিছা কইলাম?

সমীকরণ-৩ এ যদি সাধারণ গাণিতিক নিয়ম অনুযায়ী,স্বাভাবিক যোগ করি । তবে

14+18=32, নাকি মিছা কইলাম?

সমীকরণ-৪ এ 49 মানসিক দেউলিয়াত্বের প্রতীক । এক্ষত্রেও সরকারী জোট 60% ও বিরোধী জোটের দায় 40% । সংখ্যায় যথাক্রমে (প্রায়) 29,20।
সুতরাং 29+20=49, নাকি মিছা কইলাম?


সমীকরণ-৫ এ 69 উল্টাপাল্টা কর্মকান্ডের প্রতীক । এক্ষত্রেও সরকারী জোট 60% ও বিরোধী জোটের দায় 40% । সংখ্যায় যথাক্রমে (প্রায়) 41,28 ।
সুতরাং 41+28=69, নাকি মিছা কইলাম?
বিষয়শ্রেণী: কৌতুক
ব্লগটি ১১৪৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মোঃ মুলুক আহমেদ ১৯/১১/২০১৫
    কি ভাবে কি হয়ে গেলো?!
  • মোঃ আল-আমিন ০৫/০৭/২০১৪
    রাখাল ভাই, আপনি একটা জটিল লোক। তাই জটিল হিসাব খুব সহজে করে ফেললেন........ধন্যবাদ
    • রাখাল ০৬/০৭/২০১৪
      আল-আমিন মানে সত্যবাদী । যা বলেন আপনি তাই সত্যি। কিন্তু এবার একটু বিপদে পড়লেন বুঝি! রাখালেরা সব সময় সহজ সরল হয়, তাই আমি জটিল হতে পারিনা।
      • মোঃ আল-আমিন ০৬/০৭/২০১৪
        আহরে ভাই আপনি ভুল বুঝেছেন। আপনি তো আসলি সহজ,সরল কিংবা প্রাঞ্জল। কিন্তু আপনি কঠিন কাজ করেন, সহজ মনে.....................।
  • আবু সাহেদ সরকার ২১/০৬/২০১৪
    বেশ দারুন সমাধান গো মসাই। সুন্দর লাগলো।
  • অমর কাব্য ১৬/০৫/২০১৪
    ato jotil calculation nia guman kmny
  • কবি মোঃ ইকবাল ১১/০৫/২০১৪
    ভালো লাগলো।
  • কবি মোঃ ইকবাল ০৬/০৫/২০১৪
    অসাধারণ লাগলো।
  • suman ১২/১১/২০১৩
    excellent
  • আরজু নাসরিন পনি ০১/১১/২০১৩
    হাহা
    আপনার ব্যাখ্যা না মেনে উপায়ই দেখছি না ।
    এগুলো তেনাদের দেখানো উচিত ।
    • রাখাল ০১/১১/২০১৩
      ওনারা দেখে যদি, জ্বলবে গোসাই
      গরু নয় রাখালকে সাইজের জন্য পাঠাবে কসাই।

      ধন্যবাদ, আপনাকে ।
  • প্রবাসী পাঠক ০১/১১/২০১৩
    সহমত পোষণ করছি ।
  • আহমাদ সাজিদ ৩১/১০/২০১৩
    রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে
    রাখাল গাধার পাল লয়ে যায় পাঠে
    ভাল অইছে রে ভাই
    • রাখাল ০১/১১/২০১৩
      রাখাল গরুর পাল নিয়ে যায় মাঠে
      কার জন্য রাস্তায় সাজিদ ভাইয়ের উদাস যেনো কাটে
      এর জবাব না দিলে হাঁড়ি ভাঙ্গবো হাটে ।
      • আহমাদ সাজিদ ০১/১১/২০১৩
        এই কথায় নেই কোনো ভেজাল
        সে যে আমাদের রাখাল
        • রাখাল ০২/১১/২০১৩
          রাখাল হলেও বেখেয়াল নয়
          এতো সহজে ছাড় নয় ।
  • জহির রহমান ৩১/১০/২০১৩
    অসাধারণ চিন্তা!
  • খুবই যৌক্তিক ব্যাখ্যা।ভালো বলেছেন।
    • রাখাল ০১/১১/২০১৩
      ধন্যবাদ, ভালো থাকবেন ।
  • আরাফ করিম ৩১/১০/২০১৩
    হেব্বি তো! চিন্তায় নতুনত্ব আছে, চালিয়ে যান।
  • হাহাহাঃ পড়ে খুব মজা লাগল
 
Quantcast