সমকালীন অনুকাব্য সংলাপ
(১)
আপা ও ভাবী দু'জনেই নারী
দু'জনেই পড়ে দশহাত শাড়ী ।
শাড়ীতে প্যাঁচ থাকে, প্যাঁচ থাকে কথাতে
মানুষ কী চায়, তা নেই মাথাতে ।
(২)
আপা ও ভাবীর ঝগড়া মানেই সংলাপ
এ নিয়ে কথা বলা কী, শুধুই প্রলাপ ।
সংলাপ হোক, ঝগড়া হোক, হোক দু'জনার লাভ
তাদের কানে ঢুকবেনা, আমাদের আহাজারী বিলাপ ।
(৩)
দল আছে, বল আছে, আছে লোভ ক্ষমতার
মিছে মায়ার নাটক করেন, পাবলিকের মমতার ।
ক্ষমতার হিসাবটা যখনই মিলবে
দু'জনার দুই টোপ দু'জনই গিলবে ।
(৪)
টোপ না গিলেও হিসাবটা থামবে
বিরক্ত পাবলিক যখন রাস্তায় নামবে ।
পাবলিক না নামলেও দমকালে দাদারা
পানি ঠিকই খাবে নেতা নামের গাধারা ।
(৫)
পুরো পানি ঘোলা হয়নি, এখনো ভালো বেশ
সমঝোতায় বিবাদ হোক শেষ ।
তা না হলে দেখবে আপা ও ভাবী
ক্ষমতার তালা খুলবেই পাবলিক, তাদের হাতেই চাবি ।
আপা ও ভাবী দু'জনেই নারী
দু'জনেই পড়ে দশহাত শাড়ী ।
শাড়ীতে প্যাঁচ থাকে, প্যাঁচ থাকে কথাতে
মানুষ কী চায়, তা নেই মাথাতে ।
(২)
আপা ও ভাবীর ঝগড়া মানেই সংলাপ
এ নিয়ে কথা বলা কী, শুধুই প্রলাপ ।
সংলাপ হোক, ঝগড়া হোক, হোক দু'জনার লাভ
তাদের কানে ঢুকবেনা, আমাদের আহাজারী বিলাপ ।
(৩)
দল আছে, বল আছে, আছে লোভ ক্ষমতার
মিছে মায়ার নাটক করেন, পাবলিকের মমতার ।
ক্ষমতার হিসাবটা যখনই মিলবে
দু'জনার দুই টোপ দু'জনই গিলবে ।
(৪)
টোপ না গিলেও হিসাবটা থামবে
বিরক্ত পাবলিক যখন রাস্তায় নামবে ।
পাবলিক না নামলেও দমকালে দাদারা
পানি ঠিকই খাবে নেতা নামের গাধারা ।
(৫)
পুরো পানি ঘোলা হয়নি, এখনো ভালো বেশ
সমঝোতায় বিবাদ হোক শেষ ।
তা না হলে দেখবে আপা ও ভাবী
ক্ষমতার তালা খুলবেই পাবলিক, তাদের হাতেই চাবি ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাখাল ৩১/১০/২০১৩৪ আর ৫ নম্বরে আপনি নয়, খেইটা আমিই অনেকটা হারিয়েছি । পাবলিক ভুলে নাই ।
-
আরজু নাসরিন পনি ৩১/১০/২০১৩পাবলিক ভুলেই গেছে চাবি যে তাদের হাতে । পাবলিককে ঘুম পারিয়ে রাখা হয়েছে ।
তাই সোনার কাঠি, রূপোর কাঠি লাগবে পাবলিকের ঘুম ভাঙাতে ।
(৩) নম্বরটা পড়ে মজা পেলাম, একেব্বারে কঠিন সত্যটা বলেছেন ।
(৪) নম্বরটাতে এসে ছন্দের খেই হারিয়ে ফেললাম আমার দোষেই ।
দারুণ লিখেছেন ছন্দে ছন্দে...প্রতিবাদ চলুক । -
সাখাওয়াতুল আলম চৌধুরী. ৩০/১০/২০১৩ভালো লাগলো।খুবই সত্য কথা।সহমত জহির ভাই
-
রাখাল ৩০/১০/২০১৩ধন্যবাদ, আপনাকে ।
-
জহির রহমান ৩০/১০/২০১৩আপা ও ভাবী দু'জনেই তাদের সংসার জীবন থেকে অবসরে যাওয়া দরকার। তাতে তারা যেমন শান্তিতে জীবনের বাকি দিনগুলো কাটাতে পারবে, আমরাও একটু পারিবারিক শান্তি পাবো।
শুভেচ্ছা সুন্দর অনুকাব্যের জন্য।