প্রাইভেট ইউনিভারসিটি
-আমগোর রিমন আলী কারবারী বাবাজী না! এই শুক্কুর বাইরা দিনে মাঞ্জা মাইরা মুনে অয় শহরে যাইতাছ ?
= জি, চাচা ।
-শহরে কই যাইতাছ?
= বারে ।
-বার মানেতো অইলো গিয়া, উকিল-মুক্তারগোর আস্থানা । মামলা-টামলার বিষয় আষয় বুঝি?
= না, চাচা, এই বার সেই বার নয় । হোটেলের মত । সনদ তস্কর প্রাইভেট ইউনিভারসিটিতে পড়িতো । ডিপার্টমেন্টাল হেড স্যার আসবে । একটু বিলেতি পানি খাওয়ালে আর কিছু পাত্তি দিলে, সার্টিফিকেট নিশ্চিত ।
-ও, এই কতা । হইডালেও ছারটিপিকেট বেচা অয় ।তাইতো কই, চারপাশে এত ছাগল ক্যানে!
= চাচা, কি কিছু বললেন?
-না, তোমার মত শিখখিত পোলারে কি কমু!
= জি, চাচা ।
-শহরে কই যাইতাছ?
= বারে ।
-বার মানেতো অইলো গিয়া, উকিল-মুক্তারগোর আস্থানা । মামলা-টামলার বিষয় আষয় বুঝি?
= না, চাচা, এই বার সেই বার নয় । হোটেলের মত । সনদ তস্কর প্রাইভেট ইউনিভারসিটিতে পড়িতো । ডিপার্টমেন্টাল হেড স্যার আসবে । একটু বিলেতি পানি খাওয়ালে আর কিছু পাত্তি দিলে, সার্টিফিকেট নিশ্চিত ।
-ও, এই কতা । হইডালেও ছারটিপিকেট বেচা অয় ।তাইতো কই, চারপাশে এত ছাগল ক্যানে!
= চাচা, কি কিছু বললেন?
-না, তোমার মত শিখখিত পোলারে কি কমু!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি মোঃ ইকবাল ০৬/০৫/২০১৪মজা পাইলাম বন্ধু।
-
suman ১৯/১১/২০১৩দারুণ!তীর্যক...
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ৩০/১০/২০১৩ভালো লাগলো খুব।আচ্ছা আসলেই কি সনদপত্রে "ছাগলের "জলছাপ আছে?
-
আরজু নাসরিন পনি ২৯/১০/২০১৩হাহা
হেব্বি একখানা কথার মার দিয়ে দিল চাচাজান...সাব্বাশ !
তাইতো বলি, এতো ছাগল ক্যানো চারাপাশে ...হাহাহাহা -
কবীর হুমায়ূন ২৮/১০/২০১৩হা! হা!! হা!!!
ঢাকা ইউনিভার্সিটির কোন এক সময়, সে সার্টিফিকেট (মূল) দেয়া হতো, সে কাগজের জলচ্ছাপ ছিলো ছাগলের ছবি।
তোমার কৌতুক পড়ে তার কথা মনে পড়ে গেলো। -
জহির রহমান ২৮/১০/২০১৩বিনোদিত হইলাম...