প্রহসন
এখন সবকিছুই প্রহসন মনে হয়;
মনে হয় কোন সত্যকে গোপন করার,
প্রয়াসেই সবাই যেন ব্যস্ত;
সূর্যোদয়ের প্রথম কিরণ মনে হয়
গতরাতের দুঃস্বপ্নকে ভুলিয়ে দিতেই ছড়ায়।
চাঁদের আলো প্রতিভাত হয় যেন
নিচ্ছিদ্র অন্ধকারের ভয় ভেঙ্গে দিতে
একি প্রহসন নয়?
তোমার ঐ হাসির আড়ালে কী যেন
লুকায়িত থেকে যায়, ঐ চোখের চাহনিতে
কোন সত্যতা বা আশার আভাস মেলে না;
তোমার ঐ খোলা চুলে কিংবা
নিটোল পায়ের রিনিকঝিনিকে
কোন স্পষ্ট বার্তা খুঁজে পাই না।
কেবলই মনে হয় গভীর কোন সত্যকে
আমার চোখের আড়ালে রাখার এক
ব্যর্থ চেষ্টায় রত
একি প্রহসন নয়!!
মনে হয় কোন সত্যকে গোপন করার,
প্রয়াসেই সবাই যেন ব্যস্ত;
সূর্যোদয়ের প্রথম কিরণ মনে হয়
গতরাতের দুঃস্বপ্নকে ভুলিয়ে দিতেই ছড়ায়।
চাঁদের আলো প্রতিভাত হয় যেন
নিচ্ছিদ্র অন্ধকারের ভয় ভেঙ্গে দিতে
একি প্রহসন নয়?
তোমার ঐ হাসির আড়ালে কী যেন
লুকায়িত থেকে যায়, ঐ চোখের চাহনিতে
কোন সত্যতা বা আশার আভাস মেলে না;
তোমার ঐ খোলা চুলে কিংবা
নিটোল পায়ের রিনিকঝিনিকে
কোন স্পষ্ট বার্তা খুঁজে পাই না।
কেবলই মনে হয় গভীর কোন সত্যকে
আমার চোখের আড়ালে রাখার এক
ব্যর্থ চেষ্টায় রত
একি প্রহসন নয়!!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হাসান কাবীর ৩০/১১/২০১৫খুব ভালো হয়েছে। শুভেচ্ছা কবি।
-
মোঃ শফিকুল ইসলাম মোল্লা (সজীব) ২৪/১১/২০১৪সূর্যোদয়ের প্রথম কিরণ মনে হয়
গতরাতের দুঃস্বপ্নকে ভুলিয়ে দিতেই
ছড়ায়।
চাঁদের আলো প্রতিভাত হয় যেন
নিচ্ছিদ্র অন্ধকারের ভয় ভেঙ্গে দিতে
একি প্রহসন নয়?--- ----- গভীর উপলব্ধি -
মঞ্জুর হোসেন মৃদুল ১৬/১০/২০১৪বাহ
-
পার্থ সাহা ১৬/১০/২০১৪thik e tai mone hoy majhe maje
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৬/১০/২০১৪মোহ.................ভালো লাগলো।
-
স্বপন রোজারিও(১) ১৫/১০/২০১৪চমৎকার হয়েছে।
-
মোহাম্মদ তারেক ১৫/১০/২০১৪ভাল লিখেছেন কবি...
-
দীপ ১৫/১০/২০১৪ভালো লাগলো...