www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রহসন

এখন সবকিছুই প্রহসন মনে হয়;
মনে হয় কোন সত্যকে গোপন করার,
প্রয়াসেই সবাই যেন ব্যস্ত;
সূর্যোদয়ের প্রথম কিরণ মনে হয়
গতরাতের দুঃস্বপ্নকে ভুলিয়ে দিতেই ছড়ায়।
চাঁদের আলো প্রতিভাত হয় যেন
নিচ্ছিদ্র অন্ধকারের ভয় ভেঙ্গে দিতে
একি প্রহসন নয়?

তোমার ঐ হাসির আড়ালে কী যেন
লুকায়িত থেকে যায়, ঐ চোখের চাহনিতে
কোন সত্যতা বা আশার আভাস মেলে না;
তোমার ঐ খোলা চুলে কিংবা
নিটোল পায়ের রিনিকঝিনিকে
কোন স্পষ্ট বার্তা খুঁজে পাই না।

কেবলই মনে হয় গভীর কোন সত্যকে
আমার চোখের আড়ালে রাখার এক
ব্যর্থ চেষ্টায় রত
একি প্রহসন নয়!!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৬৪০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • হাসান কাবীর ৩০/১১/২০১৫
    খুব ভালো হয়েছে। শুভেচ্ছা কবি।
  • সূর্যোদয়ের প্রথম কিরণ মনে হয়
    গতরাতের দুঃস্বপ্নকে ভুলিয়ে দিতেই
    ছড়ায়।
    চাঁদের আলো প্রতিভাত হয় যেন
    নিচ্ছিদ্র অন্ধকারের ভয় ভেঙ্গে দিতে
    একি প্রহসন নয়?--- ----- গভীর উপলব্ধি
  • বাহ
  • পার্থ সাহা ১৬/১০/২০১৪
    thik e tai mone hoy majhe maje
  • মোহ.................ভালো লাগলো।
  • চমৎকার হয়েছে।
  • মোহাম্মদ তারেক ১৫/১০/২০১৪
    ভাল লিখেছেন কবি...
  • দীপ ১৫/১০/২০১৪
    ভালো লাগলো...
 
Quantcast