আমি সইতে পারবো না।
চাইনা কেউ আমার খুব কাছে আসুক,
চাইনা আমায় কেউ খুব ভালবাসুক।
আমি যখন আকাশের নীলে গা ভাসাবো
যখন আমি বৃষ্টির জলে ভিজে যাবো
যখন আমি নির্ঘুম রাতে একা বসে রবো খোলা ছাদে;
আমি চাই কেউ একজন আমায় শাসন করুক।
চাইনা কেউ সহানুভূতির হাত বারাক।
আমি দুঃখ সইতে রাজি
আমি হতাশায় গা ভাসাতে রাজি
আমি প্রখঢ় খড়তাপে ঠায় দাড়িয়ে থাকতে রাজি
রাজি আছি সবাই একে একে চলে যাক
আমায় ছেড়ে। সইতে পারবো;
দোহায় তোমাদের আমায় করুনা করো না।
আমি সইতে পারবো না।
০৬-০৭-২০১৪
চাইনা আমায় কেউ খুব ভালবাসুক।
আমি যখন আকাশের নীলে গা ভাসাবো
যখন আমি বৃষ্টির জলে ভিজে যাবো
যখন আমি নির্ঘুম রাতে একা বসে রবো খোলা ছাদে;
আমি চাই কেউ একজন আমায় শাসন করুক।
চাইনা কেউ সহানুভূতির হাত বারাক।
আমি দুঃখ সইতে রাজি
আমি হতাশায় গা ভাসাতে রাজি
আমি প্রখঢ় খড়তাপে ঠায় দাড়িয়ে থাকতে রাজি
রাজি আছি সবাই একে একে চলে যাক
আমায় ছেড়ে। সইতে পারবো;
দোহায় তোমাদের আমায় করুনা করো না।
আমি সইতে পারবো না।
০৬-০৭-২০১৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পিয়ালী দত্ত ১১/০৭/২০১৪ভাল...
-
কবি মোঃ ইকবাল ১১/০৭/২০১৪চমৎকার ভাবনার লিখনী। শুভ কামনা রইলো।
-
সাইদুর রহমান ১১/০৭/২০১৪কেন সইতে পারবেন না?
চমৎকার লিখেছেন।