চোখ
বহুদিন পর এক জোড়া চোখ; আমার
পথচলাকে থমকে দিলো,
থমকে দাড়ালাম আমি!
থমকে দাড়ালো আমার ত্রিশ পেরুনো
উদ্দ্যাম যৌবন।
আমার একাকী নৈশব্দের পথে
এক প্রাচীর তৈরী করে দাড়ালো,
অহংবাদী একরোখা একটি মানুষের
পা'দুটি যেন অনঢ় হয়ে গেলো।
ঐ চোখের চাহনী, বাকা ঠোঁটের
কোন জুড়ে যে অস্ফুট শব্দের উচ্চারন
এ না বলা কথার ভীড়ে চাপা পড়া
নিঃশ্বাসের উপস্থিতি আমায়,
এক অজানা ভয়ে থমকে দিল
ক্লান্ত পথের এই হতভাগ্য পথিক
আজ একে বারেই নিঃশেষিত হল।
পথচলাকে থমকে দিলো,
থমকে দাড়ালাম আমি!
থমকে দাড়ালো আমার ত্রিশ পেরুনো
উদ্দ্যাম যৌবন।
আমার একাকী নৈশব্দের পথে
এক প্রাচীর তৈরী করে দাড়ালো,
অহংবাদী একরোখা একটি মানুষের
পা'দুটি যেন অনঢ় হয়ে গেলো।
ঐ চোখের চাহনী, বাকা ঠোঁটের
কোন জুড়ে যে অস্ফুট শব্দের উচ্চারন
এ না বলা কথার ভীড়ে চাপা পড়া
নিঃশ্বাসের উপস্থিতি আমায়,
এক অজানা ভয়ে থমকে দিল
ক্লান্ত পথের এই হতভাগ্য পথিক
আজ একে বারেই নিঃশেষিত হল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শিমুল শুভ্র ১০/০৭/২০১৪বেশ সুন্দর কবিতা টি ।
-
আবু সঈদ আহমেদ ০৮/০৭/২০১৪বেশ ভালো লেগেছে।
-
কবি মোঃ ইকবাল ০৭/০৭/২০১৪বাহ্! দারুন লাগলো কবি। অনন্য ভাবনায় লিখেছেন। খুব ভালো হয়েছে। শুভেচ্ছা রইলো।।।
-
মোঃ আল-আমিন ০৬/০৭/২০১৪ভাইজান চমৎকার ফাটিয়েছেন..................খুব ভাল লাগল ............ধন্যবাদ
-
মঞ্জুর হোসেন মৃদুল ০৬/০৭/২০১৪বাহ ভাল লাগল।
-
রামবল্লভ দাস ০৬/০৭/২০১৪প্রেমময় জীবন ।।
-
ভ্রান্ত পথিক ০৬/০৭/২০১৪তিরিশের প্রেম ! ভালো লাগলো