www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হৃদয় ক্যানভাস

তোমার জন্য তুলে রেখেছি,
বিশাল এক ক্যানভাস
হৃদয়ের গহনতায়।
তুলে রেখেছি সেই ক্যানভাসে
সাজাবো তোমায় হাজার রং এর সমারোহে।
তুলে রেখেছি বিশাল মেঘদল,
তোমায় শীতল জলে স্নান করাবো বলে।

তোমার জন্য তুলে রেখেছি
বিশাল এক রামধনু।
সাত রং এ সাজানো সেই রামধনু;
দেবো তোমায়।

তুলে রেখেছি পর্বতে ঘেরা
বিশাল উপত্যকা;
হাজার সুরভিত ফুলে সাজানো
এক বাগান গড়বো বলে,
রেখে দিয়েছি এক জনমের ভালোবাসা,
তোমায় একান্তে দেবো বলে।

২২.০৬.০৯
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৮৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৬/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মোঃ আল-আমিন ০৫/০৭/২০১৪
    সৃজনশীল ভাবনা। কবিতা পড়ে মুগ্ধ হলাম। চমৎকার উপস্থাপন.................শুভেচ্ছা নিবেন। ধন্যবাদ.......
    • টি আই রাজন ০৬/০৭/২০১৪
      আপনার উপস্থিতি আমার পাতা ও কবিতাকে অনন্য করল।ভাল থাকবেন।
      • মোঃ আল-আমিন ০৬/০৭/২০১৪
        আমি নতুন তো্। আমার উৎসাহ দরকার। কিন্তু দুই দিন হল এখানে আসলাম এখন্ও এডমিন আমার লিখা প্রকাশ করেনি। আমাকে বাঁচান ভাই...............
        • টি আই রাজন ১২/০৭/২০১৪
          সবই এডমিনের উপর নির্ভর করে। প্রয়োজনে মেইল করুন এডমিন বরাবর।
  • মল্লিকা রায় ০৩/০৭/২০১৪
    খুব ভাল লাগলো।
  • এইচ রহমান ০৩/০৭/২০১৪
    awesome.....kobita
  • শিমুল শুভ্র ২৯/০৬/২০১৪
    মুগ্ধ হলাম কবিতায় -
  • মল্লিকা রায় ২৯/০৬/২০১৪
    ভালা লাগলো কবিতা।ধন্যবাদ।
  • কবি মোঃ ইকবাল ২৮/০৬/২০১৪
    অসম্ভব সুন্দর লিখনী।
    • টি আই রাজন ১১/০৭/২০১৪
      ধন্যবাদ ভাইয়া। ভাল থাকুন।
  • মারুফা তামান্না ২৮/০৬/২০১৪
    অনেক ভাল লাগল।
 
Quantcast