হৃদয়ের অনুভুতি
চোখ দুটি বন্ধ কর ;
প্রসারিত করো দুটি হাত,
ছুঁয়ে দেখো বুকের ডান অলিন্দে;
তুমি কি অনুভব করছো?
বুঝতে পারছো তুমি!
এ হৃদয় কি কথা বলছে?
পারছো না......?
এ হৃদয় স্বপ্নে বিভোর
আশা ও হতাশার
এ হৃদয় পুড়ে পুড়ে যাচ্ছে;
হাওয়ায় ভেসে যাচ্ছে সেই স্ফুলিঙ্গ;
টের পাচ্ছো না.....?
আমার স্মৃতির মনিকোঠায়
দুরন্ত ভালাবাসাগুলো ছুটছে
অনুভব করো তুমি?
অনুভব করো আমার ব্যাকুলতা!
চোখ দুটি বন্ধ করো
প্রসারিত কর হাত দুটি
বুঝে নাও তুমি এই
ব্যাকুল হৃদয়ের আকুতি
তোমার জন্য
শুধুই তোমার জন্য।
30.06.09
প্রসারিত করো দুটি হাত,
ছুঁয়ে দেখো বুকের ডান অলিন্দে;
তুমি কি অনুভব করছো?
বুঝতে পারছো তুমি!
এ হৃদয় কি কথা বলছে?
পারছো না......?
এ হৃদয় স্বপ্নে বিভোর
আশা ও হতাশার
এ হৃদয় পুড়ে পুড়ে যাচ্ছে;
হাওয়ায় ভেসে যাচ্ছে সেই স্ফুলিঙ্গ;
টের পাচ্ছো না.....?
আমার স্মৃতির মনিকোঠায়
দুরন্ত ভালাবাসাগুলো ছুটছে
অনুভব করো তুমি?
অনুভব করো আমার ব্যাকুলতা!
চোখ দুটি বন্ধ করো
প্রসারিত কর হাত দুটি
বুঝে নাও তুমি এই
ব্যাকুল হৃদয়ের আকুতি
তোমার জন্য
শুধুই তোমার জন্য।
30.06.09
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এইচ রহমান ০৬/০৭/২০১৪অসাধারন
-
রামবল্লভ দাস ২৯/০৬/২০১৪অন্য স্বাদের কবিতা...ভালো লাগলো ।।
-
কবি মোঃ ইকবাল ২৮/০৬/২০১৪অনবদ্য একটি চমৎকার কবিতা। বেশ লাগলো।