চাওয়া এতটুকুই
এতটুকুই চাওয়া তোমার কাছে;
এতটুকুই প্রত্যাশা।
ছোট ছোট কথার ফাঁকে,
লজ্জাভরা দুষ্টু হাসিতে,
ভালবাসবে আমায় আপন করে।
এতটুকুই প্রত্যাশা তোমার কাছে;
এতটুকুই আনন্দ;
চঞ্চলতায় পথে চলা,
কথা না বলেও কথা বলা।
মাঝে কখনও একটু ফিরে চাওয়া আমার পানে;
এতটুকুই দুর্বলতা তোমার প্রতি
এতটুকুই বিষন্নতা,
তোমার ছায়ায় সুখের পৃথিবী গড়া
তোমার হাসিতে উচ্ছসিত হওয়া,
চোখে চোখ পড়তেই নিজেকে আড়াল করা।
এতটুকুই প্রত্যাশা।
ছোট ছোট কথার ফাঁকে,
লজ্জাভরা দুষ্টু হাসিতে,
ভালবাসবে আমায় আপন করে।
এতটুকুই প্রত্যাশা তোমার কাছে;
এতটুকুই আনন্দ;
চঞ্চলতায় পথে চলা,
কথা না বলেও কথা বলা।
মাঝে কখনও একটু ফিরে চাওয়া আমার পানে;
এতটুকুই দুর্বলতা তোমার প্রতি
এতটুকুই বিষন্নতা,
তোমার ছায়ায় সুখের পৃথিবী গড়া
তোমার হাসিতে উচ্ছসিত হওয়া,
চোখে চোখ পড়তেই নিজেকে আড়াল করা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মল্লিকা রায় ২৬/০৬/২০১৪কবিতা প্রেমের মাধ্যম-----আহ্লাদিত।
-
পিয়ালী দত্ত ২৫/০৬/২০১৪ভাল লাগল কবি...
-
কবি মোঃ ইকবাল ২৫/০৬/২০১৪বাহ্ চমৎকার লিখেছেন কবি।
-
রূপক বিধৌত সাধু ২৫/০৬/২০১৪ভালো লাগলো!