---সম্ভাবনা
আর একটুখানি পথ ছেড়োনা হাল;
এগিয়ে এসো তুমি-পথে বাধা,
জড়তা কি হবে থাকে যদি মায়জাল
এগিয়ে এসো তুমি শতাব্দীর আহবানে
প্রিয়মুখ চেনা কন্ঠ তোমায় ডেকে ফেরে
পূর্ণ করো আমায় একটু বসো হদয় গহীনে
যদি দ্বধায় কাটে সময় ক্লান্ত লাগে রাত;
চেয়ে দোখোা জোানাকীর আলোয় ঘুমন্ত পৃথিবী
নয়তোা ঝি ঝি দের ডাকো অমাবস্যার গোপন আতাত।
একটু খানি পথ থেমে যেওনা তুমি;
অবষাদে রুদ্ধ হয় যদি সম্ভাবনা হাল ছেড়ো না
সমূখেই পাবে আমায় হৃদয়ের শান্ত বনভূমি।
এগিয়ে এসো তুমি-পথে বাধা,
জড়তা কি হবে থাকে যদি মায়জাল
এগিয়ে এসো তুমি শতাব্দীর আহবানে
প্রিয়মুখ চেনা কন্ঠ তোমায় ডেকে ফেরে
পূর্ণ করো আমায় একটু বসো হদয় গহীনে
যদি দ্বধায় কাটে সময় ক্লান্ত লাগে রাত;
চেয়ে দোখোা জোানাকীর আলোয় ঘুমন্ত পৃথিবী
নয়তোা ঝি ঝি দের ডাকো অমাবস্যার গোপন আতাত।
একটু খানি পথ থেমে যেওনা তুমি;
অবষাদে রুদ্ধ হয় যদি সম্ভাবনা হাল ছেড়ো না
সমূখেই পাবে আমায় হৃদয়ের শান্ত বনভূমি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মল্লিকা রায় ২৭/০৬/২০১৪Kub valo laglo.
-
কবি মোঃ ইকবাল ২২/০৬/২০১৪চমৎকার ভাবনার লিখনী।
-
আবু সাহেদ সরকার ২২/০৬/২০১৪খুব সুন্দর হয়েছে কবি বন্ধু।