ছূঁইনি তোমায়
ভুল হবে ভেবে ছুঁইনি তোমায়;
অনুভূতিতে ছুঁয়েছি তোমায়।
ভুল হবে ভেবে পিছু ডাকিনি,
ডেকেছিলাম স্বপ্নে অন্যমনস্কতায়!
ভেবেছিলাম শতাব্দী পেড়িয়ে আসা
মৌন ভালবাসায় বন্দি করবো;
আদিম পর্বের মৈান ইশারায়
যেভাবে বিনিময় হতো অনুভূতির;
গুপ্ত কথার সুপ্ত সুখানুভুতিতে
খুঁজে নেবো পরম তৃপ্তি তোমার কন্ঠে,
ধ্বনিত সেই অতুলনীয় মধুরতায় আচ্ছন্ন
কথাটি "ভালবাসি"।।
ভুল হবে বলে কখনো পথ রোধ করিনি;
জোর করিনি তোমার স্বাধীনতায়;
নিজেই কেবল কাতর হয়েছি যন্ত্রণায়!
তোমার নৈঃশব্দে চলে যাওয়া পথ পানে চেয়ে থেকে।
ভুল হবে ভেবে ছুঁইনি তোমায়
অনুভূতিতে ছুঁয়েছি ওষ্ঠাধর তোমার।
২০-০৭-২০০৯
অনুভূতিতে ছুঁয়েছি তোমায়।
ভুল হবে ভেবে পিছু ডাকিনি,
ডেকেছিলাম স্বপ্নে অন্যমনস্কতায়!
ভেবেছিলাম শতাব্দী পেড়িয়ে আসা
মৌন ভালবাসায় বন্দি করবো;
আদিম পর্বের মৈান ইশারায়
যেভাবে বিনিময় হতো অনুভূতির;
গুপ্ত কথার সুপ্ত সুখানুভুতিতে
খুঁজে নেবো পরম তৃপ্তি তোমার কন্ঠে,
ধ্বনিত সেই অতুলনীয় মধুরতায় আচ্ছন্ন
কথাটি "ভালবাসি"।।
ভুল হবে বলে কখনো পথ রোধ করিনি;
জোর করিনি তোমার স্বাধীনতায়;
নিজেই কেবল কাতর হয়েছি যন্ত্রণায়!
তোমার নৈঃশব্দে চলে যাওয়া পথ পানে চেয়ে থেকে।
ভুল হবে ভেবে ছুঁইনি তোমায়
অনুভূতিতে ছুঁয়েছি ওষ্ঠাধর তোমার।
২০-০৭-২০০৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শিমুল শুভ্র ২৪/০৬/২০১৪ওয়াও ওয়াও দারুণ
-
পিয়ালী দত্ত ২৩/০৬/২০১৪খুব ভাল লাগল কবি...
-
কবি মোঃ ইকবাল ২২/০৬/২০১৪বাহ্! চমৎকার ছন্দ আর ভাবনায় লিখা।