একাকীত্ব এবং আমি
আমি আর আমার একাকীত্ব যখন;
একই ছাদের তলায়;
একই বিছানায় গড়াগড়ি করি,
খুব ইচ্ছে করে সারাটি জীবন তাঁকে আঁকড়ে থাকি।
ঠিক তখনই পর্দা ঠেলে
রূপালী জোছনা আমায় স্নান করায়
তার উজ্জলতায়!
তখন মনে হয় কেন এই বেঁচে থাকা।
বুকের পাঁজর দুমড়ে মুচড়ে
এক দীর্ঘশ্বাস বেড়িয়ে আসে।
বুকটা হালকা অনুভূত হয়;
কিন্তু কতক্ষণ?
একই ছাদের তলায়;
একই বিছানায় গড়াগড়ি করি,
খুব ইচ্ছে করে সারাটি জীবন তাঁকে আঁকড়ে থাকি।
ঠিক তখনই পর্দা ঠেলে
রূপালী জোছনা আমায় স্নান করায়
তার উজ্জলতায়!
তখন মনে হয় কেন এই বেঁচে থাকা।
বুকের পাঁজর দুমড়ে মুচড়ে
এক দীর্ঘশ্বাস বেড়িয়ে আসে।
বুকটা হালকা অনুভূত হয়;
কিন্তু কতক্ষণ?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শিমুল শুভ্র ১৯/০৬/২০১৪কেবল মুগ্ধতা আর মুগ্ধতা
-
পিয়ালী দত্ত ১৮/০৬/২০১৪সুন্দর লেখনী...
-
কবি মোঃ ইকবাল ১৮/০৬/২০১৪চমৎকার লিখনী। অনেক ভালো লাগলো। শুভ কামনা রইলো।
-
মল্লিকা রায় ১৮/০৬/২০১৪সুন্দর একটি কবিতা পড়লাম কবি ,শুভ্চাছা রইলো।