বৈপরীত্যে তুমি আর আমি
আমি কাঁদতে ভালোবাসি।
তুমি ভালোবাসো কাঁদাতে,
আমি যখন ফুলকে স্পর্শ করি,
তখন তুমি আঁকড়ে ধরো কাঁটা!
আমি যখন ভিজি বৃষ্টিতে;
তুমি কাঁচের ওপাড়ে দাড়িয়ে থাকো।
ওতো পার্থক্য দু'জনাতে তবুও
এক কেন্দ্রবিন্দুতেই বারবার ফিরে আসি।
তুমি আমার আঙ্গুলে আঙ্গুল ছোওয়াও,
আমি স্পর্শ করি তোমার চিবুক,
তুমি মাথার চুলে বিলি কেটে দাও,
আমি তখন আলিঙ্গন করি।
তুমি যখন হাসো আমি ফেলি অশ্রুজল
তুমি মারো আর আমি মরি
বার বার মরি।
তুমি কাঁদাতে ভালবাস
আর আমি কাঁদতে।
০২-০২-২০১১
তুমি ভালোবাসো কাঁদাতে,
আমি যখন ফুলকে স্পর্শ করি,
তখন তুমি আঁকড়ে ধরো কাঁটা!
আমি যখন ভিজি বৃষ্টিতে;
তুমি কাঁচের ওপাড়ে দাড়িয়ে থাকো।
ওতো পার্থক্য দু'জনাতে তবুও
এক কেন্দ্রবিন্দুতেই বারবার ফিরে আসি।
তুমি আমার আঙ্গুলে আঙ্গুল ছোওয়াও,
আমি স্পর্শ করি তোমার চিবুক,
তুমি মাথার চুলে বিলি কেটে দাও,
আমি তখন আলিঙ্গন করি।
তুমি যখন হাসো আমি ফেলি অশ্রুজল
তুমি মারো আর আমি মরি
বার বার মরি।
তুমি কাঁদাতে ভালবাস
আর আমি কাঁদতে।
০২-০২-২০১১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবু সাহেদ সরকার ১৯/০৬/২০১৪আর আমি সুন্দর কবিতায় মন্তব্য দিতে ভালোবাসি।
-
শিমুল শুভ্র ১৮/০৬/২০১৪খুব ভালো লাগলো ।
-
এস ইসলাম ১৭/০৬/২০১৪সুন্দর
-
কবি মোঃ ইকবাল ১৭/০৬/২০১৪বেশ লিখেছেন। চমৎকার ভাবনার অসাধারন প্রকাশ।