বুনোহাসের গল্প
অনাকাঙ্খিত ভাবে পরিচয়;
অতঃপর ভালোলাগা দু'জনাতে,
এবং প্রেম।
কোন একদিনের কথোপকথনে,
দুটি হৃদয়ের আরও কাছে আসা।
স্পন্দিত হয় দুটি হৃদপিন্ড
স্পর্শে চুম্বনে অবশেষে সংগমে।
কোন এক পড়ন্ত বিকেলে
ওরা আবিষ্কার করে,
এদের মধ্যকার দুস্তর ব্যবধান;
আবিষ্কার করে ওরা কেবল
সময়ের স্রোতে ভেসে যাওয়া!
যৌবনের উদ্দামতায় সাতড়ে চলা;
দুটি বুনোহাস।
যাদের ঘর হয় না;
সংসার বলে কিছু থাকেনা;
সন্ধ্যার আকাশের মৃয়মান
সূর্য্যালোকের মতনই ধীরে আরও ধীরে
অন্ধকারে তলিয়ে যাওয়া।
এভাবেই সম্পূর্ণ হয়,
অস্পুর্ণ দুটি অস্তিত্বের;
অসমাপ্ত ছূটে চলা।
অনাকাঙ্খিত অথচ স্মৃতিময়
কিছু মুহুর্তের মালাগাঁথা।
১৫-০৫-২০১৪
অতঃপর ভালোলাগা দু'জনাতে,
এবং প্রেম।
কোন একদিনের কথোপকথনে,
দুটি হৃদয়ের আরও কাছে আসা।
স্পন্দিত হয় দুটি হৃদপিন্ড
স্পর্শে চুম্বনে অবশেষে সংগমে।
কোন এক পড়ন্ত বিকেলে
ওরা আবিষ্কার করে,
এদের মধ্যকার দুস্তর ব্যবধান;
আবিষ্কার করে ওরা কেবল
সময়ের স্রোতে ভেসে যাওয়া!
যৌবনের উদ্দামতায় সাতড়ে চলা;
দুটি বুনোহাস।
যাদের ঘর হয় না;
সংসার বলে কিছু থাকেনা;
সন্ধ্যার আকাশের মৃয়মান
সূর্য্যালোকের মতনই ধীরে আরও ধীরে
অন্ধকারে তলিয়ে যাওয়া।
এভাবেই সম্পূর্ণ হয়,
অস্পুর্ণ দুটি অস্তিত্বের;
অসমাপ্ত ছূটে চলা।
অনাকাঙ্খিত অথচ স্মৃতিময়
কিছু মুহুর্তের মালাগাঁথা।
১৫-০৫-২০১৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পিয়ালী দত্ত ১৬/০৬/২০১৪অসাধারন...
-
কবি মোঃ জাহিদ হাসান (জনি) ১৬/০৬/২০১৪খুব সুন্দর
-
শিমুল শুভ্র ১৫/০৬/২০১৪মুগ্ধ হলাম ।
-
অমর কাব্য ১৪/০৬/২০১৪খুবই ভাল লাগল
-
কবি মোঃ ইকবাল ১৪/০৬/২০১৪অনেক ভালো লাগলো। শুভেচ্ছা রইলো।
-
এস ইসলাম ১৪/০৬/২০১৪সুন্দর!
-
সুরজিৎ সী ১৪/০৬/২০১৪অতি সুন্দর! এগিয়ে যান*