খুঁজে ফিরি
আমার স্বপ্নে র মাঝে আজ কার বসবাস!
কার কম্পমান ঠোঁটে উচ্চারিত হয়;
বিরহী গানের সুর?
আমার হৃদয়ের লনে আজ কে হেঁটে যায়!
কার নুপুরেে নিক্কনে মুখরিত করে
নিঃস্প্রান দেহের রক্তের অনুগুলিকে?
আজ কার দেহ হতে ভেসে আসে এমন শুভ্র ঘ্রাণ;
কোন প্রান্তর থেকে এমন বাতাস বয়
উদ্বেলিত করে আমার যৌবন?
অন্ধকার হাতড়ে হাতড়ে খুঁজে ফিরি
সকাল থেকে সন্ধ্যা নামে কখন টের পাই না;
উদভ্রান্তের মতো খুজে ফিরি
রাত্রির অন্ধকারে;
এক সময় ক্লান্ত দেহ নিশ্চুপ হয়ে পড়ে থাকে
তার অস্তিত্ব তবুও খুঁজে পাই না।
০৪-০২-২০১১
অভিযোগ করুন
কার কম্পমান ঠোঁটে উচ্চারিত হয়;
বিরহী গানের সুর?
আমার হৃদয়ের লনে আজ কে হেঁটে যায়!
কার নুপুরেে নিক্কনে মুখরিত করে
নিঃস্প্রান দেহের রক্তের অনুগুলিকে?
আজ কার দেহ হতে ভেসে আসে এমন শুভ্র ঘ্রাণ;
কোন প্রান্তর থেকে এমন বাতাস বয়
উদ্বেলিত করে আমার যৌবন?
অন্ধকার হাতড়ে হাতড়ে খুঁজে ফিরি
সকাল থেকে সন্ধ্যা নামে কখন টের পাই না;
উদভ্রান্তের মতো খুজে ফিরি
রাত্রির অন্ধকারে;
এক সময় ক্লান্ত দেহ নিশ্চুপ হয়ে পড়ে থাকে
তার অস্তিত্ব তবুও খুঁজে পাই না।
০৪-০২-২০১১
অভিযোগ করুন
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রূপক বিধৌত সাধু ১৫/০৬/২০১৪ভালো লাগলো।
-
সুরজিৎ সী ১৪/০৬/২০১৪অনবদ্য!
-
কবি মোঃ ইকবাল ১৩/০৬/২০১৪চমৎকার লিখেছেন
-
পিয়ালী দত্ত ১৩/০৬/২০১৪ভাল লাগল...