নিভৃতে কোন এক অবেলাতে
চোখে চোখে কথা হলো কিছুক্ষণ
কথায় কথায় ভেসে যাবো কিছুদিন,
এভাবে কেটে যদি যায় দিন
ভালবাসা জেনো হবে একদিন।
নিশ্চুপ নিরবে বসে দুজনাতে
কথার মালাগাথা এই জোছনা রাতে;
জানি তুমি বলবে আমায়
তোমার না বলা কথা,
বেধে যাবো সুর আমি
ভুলে গিয়ে সব ব্যথা।
স্বপ্ন দেখি এই অবেলাতে
পাশাপাশি হেটে যাওয়া দূর অজানাতে,
হবে কি তুমি সঙ্গী আমার
সাথী করে ঐ দূরের পাহাড়
জানি তুমি ফিরবে কাছে
নিরবে নিভৃতে কোন এক অবেলাতে।
কথায় কথায় ভেসে যাবো কিছুদিন,
এভাবে কেটে যদি যায় দিন
ভালবাসা জেনো হবে একদিন।
নিশ্চুপ নিরবে বসে দুজনাতে
কথার মালাগাথা এই জোছনা রাতে;
জানি তুমি বলবে আমায়
তোমার না বলা কথা,
বেধে যাবো সুর আমি
ভুলে গিয়ে সব ব্যথা।
স্বপ্ন দেখি এই অবেলাতে
পাশাপাশি হেটে যাওয়া দূর অজানাতে,
হবে কি তুমি সঙ্গী আমার
সাথী করে ঐ দূরের পাহাড়
জানি তুমি ফিরবে কাছে
নিরবে নিভৃতে কোন এক অবেলাতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি মোঃ জাহিদ হাসান (জনি) ১৫/০৬/২০১৪সুন্দর হয়েছে
-
এস,বি, (পিটুল) ১৩/০৬/২০১৪সুন্দর কবিতা
-
কবি মোঃ ইকবাল ১৩/০৬/২০১৪চমৎকার একটি কাব্য পড়লাম।