আমি ভীত নই
ব্যর্থতা নামের বুলেটটি আরও একবার;
সভ্যতা নামক অস্ত্র থেকে -
এ বুকে এসে বিধে।
আরও একবার, আমি হুমড়ি খেয়ে পড়ে যাই।
মাথার ভেতরের তীব্র যন্ত্রনাটা;
আবারও বাড়তে থাকে,
বুকের ভেতরে টের পাই বাতাসের শূন্যতা।
মাটির সবুজ কাচা ঘাসগুলো,
দুই হাতের তলায় চেপে ধরে,
মাথা উচু করতে যাই-
মুখ খুলে জোরে নিঃশ্বাস টানতে চাই
খুব কষ্ট-
যন্ত্রনা এসে ভর করে, আবার;
মুহুর্তেই চােখ জুড়ে নেমে আসে অন্ধকার।
তখন হাজার পথ পাড়ি দিয়ে,
অন্ধকার ভেদ করে,
একটি মুখ ভেসে উঠে
মা- - - - - - - - ----
বহুদূর থেকে যেনো কন্ঠস্বর ভেসে আসে,
"তোকে আবার দাঁড়াতে হবে খোকা-
এভাবে পড়ে থাকতে নেই
উঠে দাড়া"।
মুহুর্তেই চোখে যেন বিদ্যুৎ খেলে যায়।
হাত দুটিতে সমস্ত শক্তি চাপিয়ে
দুপায়ে এই সভ্যতার অস্ত্রকে অবজ্ঞা করে,
টলতে টলতে উঠে দাড়ালাম।
বুক ভরে নিঃশ্বাস নিলাম,
কন্ঠনালীতে ভর করে একটি চিৎকার।
আমি ভীত নই!
আমি একা নই!
আমি পরাজিত নই!
আকাশে বাতাসে প্রকম্পিত হয় সেই ধ্বনি;
গাছে গাছে দমকা হাওয়া লাগে;
দালানগুলো যোনো কেঁপে উঠে।
তারপর আবার শান্ত স্নিগ্ধতা
আবার শুরু হলো আমার পথচলা
আবার শুরু নতুন করে;
নতুন সম্ভাবনার দরজায়
কড়া কড়া নেড়ে।
০৩-০২-২০১১
সভ্যতা নামক অস্ত্র থেকে -
এ বুকে এসে বিধে।
আরও একবার, আমি হুমড়ি খেয়ে পড়ে যাই।
মাথার ভেতরের তীব্র যন্ত্রনাটা;
আবারও বাড়তে থাকে,
বুকের ভেতরে টের পাই বাতাসের শূন্যতা।
মাটির সবুজ কাচা ঘাসগুলো,
দুই হাতের তলায় চেপে ধরে,
মাথা উচু করতে যাই-
মুখ খুলে জোরে নিঃশ্বাস টানতে চাই
খুব কষ্ট-
যন্ত্রনা এসে ভর করে, আবার;
মুহুর্তেই চােখ জুড়ে নেমে আসে অন্ধকার।
তখন হাজার পথ পাড়ি দিয়ে,
অন্ধকার ভেদ করে,
একটি মুখ ভেসে উঠে
মা- - - - - - - - ----
বহুদূর থেকে যেনো কন্ঠস্বর ভেসে আসে,
"তোকে আবার দাঁড়াতে হবে খোকা-
এভাবে পড়ে থাকতে নেই
উঠে দাড়া"।
মুহুর্তেই চোখে যেন বিদ্যুৎ খেলে যায়।
হাত দুটিতে সমস্ত শক্তি চাপিয়ে
দুপায়ে এই সভ্যতার অস্ত্রকে অবজ্ঞা করে,
টলতে টলতে উঠে দাড়ালাম।
বুক ভরে নিঃশ্বাস নিলাম,
কন্ঠনালীতে ভর করে একটি চিৎকার।
আমি ভীত নই!
আমি একা নই!
আমি পরাজিত নই!
আকাশে বাতাসে প্রকম্পিত হয় সেই ধ্বনি;
গাছে গাছে দমকা হাওয়া লাগে;
দালানগুলো যোনো কেঁপে উঠে।
তারপর আবার শান্ত স্নিগ্ধতা
আবার শুরু হলো আমার পথচলা
আবার শুরু নতুন করে;
নতুন সম্ভাবনার দরজায়
কড়া কড়া নেড়ে।
০৩-০২-২০১১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অমর কাব্য ০৮/০৬/২০১৪অাসাধারন কাব্যযজ্ঞ, আদর নিবেন
-
শিমুল শুভ্র ০৮/০৬/২০১৪মুগ্ধ হলাম । তবে আরেক টু কাব্যিকতার দরকার ছিলো মনে হচ্ছে ।
-
কবি মোঃ ইকবাল ০৭/০৬/২০১৪অসাধারন একটি কাব্য।