মৃত্যুর বারতা
আজকাল বুকের ভেতরে বাম পাশে
একটা ব্যাথার অনুভূতি জাগে,
সমস্ত শরীর তখন কাঁপতে থাকে
হাতদুটি কেমন অবশ হয়ে আসে;
দুচোখ জুড়ে ঘুম কেবল ঘুম
কিন্তু ঘুমুতে পারিনা।
আমার ঘুম আসে না।
বয়েস হয়েছে, তাই হয়তো..
নতুবা এতগুলো বছরেে অত্যাচারে প্রতিক্রিয়া;
নয়তো মৃত্যুর বারতা আসে নিঃশব্দে।
কতো কাজ বাকি, কতো
স্বপ্নের জাল বোনা বাকি আছে
কতো আশঅর সমাপ্তি ঘটাতে হবে
হায় জীবনটা এতো স্বল্প আজ
বারবার তাই মনে হয়
জানি বিদায় বেলার ঘন্টা একদিন বেজে উঠবে
আকাশ কাপিয়ে বাতাস ঝাপিয়ে
মৃত্যুর দূত যখন এসে দাড়াবে সামনে
হায়! তখন কী একটু সময় দেবে?
এক মুহুর্ত
আমি বুক ভরে নিঃশ্বাস নেবো
এই পৃথিবীর সবটুকু আলো
এই কন্ঠের সমস্ত শক্তি দিয়ে উচ্চারিত হবে
লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসুলুল্লাহ।
একটা ব্যাথার অনুভূতি জাগে,
সমস্ত শরীর তখন কাঁপতে থাকে
হাতদুটি কেমন অবশ হয়ে আসে;
দুচোখ জুড়ে ঘুম কেবল ঘুম
কিন্তু ঘুমুতে পারিনা।
আমার ঘুম আসে না।
বয়েস হয়েছে, তাই হয়তো..
নতুবা এতগুলো বছরেে অত্যাচারে প্রতিক্রিয়া;
নয়তো মৃত্যুর বারতা আসে নিঃশব্দে।
কতো কাজ বাকি, কতো
স্বপ্নের জাল বোনা বাকি আছে
কতো আশঅর সমাপ্তি ঘটাতে হবে
হায় জীবনটা এতো স্বল্প আজ
বারবার তাই মনে হয়
জানি বিদায় বেলার ঘন্টা একদিন বেজে উঠবে
আকাশ কাপিয়ে বাতাস ঝাপিয়ে
মৃত্যুর দূত যখন এসে দাড়াবে সামনে
হায়! তখন কী একটু সময় দেবে?
এক মুহুর্ত
আমি বুক ভরে নিঃশ্বাস নেবো
এই পৃথিবীর সবটুকু আলো
এই কন্ঠের সমস্ত শক্তি দিয়ে উচ্চারিত হবে
লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসুলুল্লাহ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবু সাহেদ সরকার ০৭/০৬/২০১৪বেশ আবেগভরা কবিতা, মনটা ভরে গেল কবি বন্ধু।
-
শিমুল শুভ্র ০৭/০৬/২০১৪মুগ্ধ হলাম কবিতায় ।
-
মোঃ সোহেল মাহমুদ ০৭/০৬/২০১৪সকল ব্যর্থতার গ্লানি মুছে সত্যিই ফিরতে হবে সেই সত্যে তাই আর মৃত্যুকে ভয় না করে আমলের প্রতি জোর দেওয়া উচিত। ভালো লাগলো কবিতাটি... ভালো থাকুন প্রতিদিন...
-
রুমা চৌধুরী ০৬/০৬/২০১৪ভাল কবিতা। শুভেচ্ছা রইল।
-
কবি মোঃ ইকবাল ০৬/০৬/২০১৪লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসুলুল্লাহ্।
খুব খ
ভালো লাগলো। -
এস ইসলাম ০৬/০৬/২০১৪মৃত্যুচিন্তা। সতত ব্যথা জাগানিয়া।