চাই নির্বাসন
আমায় নির্বাসন দাও, আমি নির্বাসিত হতে চাই
আমি নির্বাসন চাই এই মাটি থেকে
যে মাটিতে আজ পাপ বাসা বেধেছে
যে মাটিতে এখনো জেগে থাকে রক্তের দাগ;
আমি নির্বাসিত চাই এই সমাজ থেকে
যে সমাজে এখনও দোরড়ার আঘাতে প্রাণ যায়
সমাজে ভাই মরে ভাইয়ের হাতে;
আমি নির্বাসন চাই এই ভৌগলিক সীমা থেকে
যেখানে শিশুর গুড়ো দুধে মেশানো হয় পশুর হাড়ের গুড়ো
যেখানে সংবিধানের নামে চলে নেতৃতে-নেতৃতে গালাগালি
আমি নির্বাসিত হতে চাই এমন এক মাটিতে
যেখানে কৃষকের আনন্দ অশ্রু আর সোনালীধান
একই সাথে দোলা খায়
সেই সমাজে যেখানে
পিতার হাত ধরে পুত্র চলেছে মসজিদ পানে
সেই ভৌগলিক সীমায় নির্বাসন চাই
যেখানে একমুঠো ধান বিনিময় হবে
এক চিলতে হাসির বিনিময়ে
আমায় নির্বাসন দাও
আজ আমি নির্বাসন চাই
নইলে ফিরিয়ে দাও আমার
স্বপ্নের দেশ আমার উজ্জল আগামী।
আমি নির্বাসন চাই এই মাটি থেকে
যে মাটিতে আজ পাপ বাসা বেধেছে
যে মাটিতে এখনো জেগে থাকে রক্তের দাগ;
আমি নির্বাসিত চাই এই সমাজ থেকে
যে সমাজে এখনও দোরড়ার আঘাতে প্রাণ যায়
সমাজে ভাই মরে ভাইয়ের হাতে;
আমি নির্বাসন চাই এই ভৌগলিক সীমা থেকে
যেখানে শিশুর গুড়ো দুধে মেশানো হয় পশুর হাড়ের গুড়ো
যেখানে সংবিধানের নামে চলে নেতৃতে-নেতৃতে গালাগালি
আমি নির্বাসিত হতে চাই এমন এক মাটিতে
যেখানে কৃষকের আনন্দ অশ্রু আর সোনালীধান
একই সাথে দোলা খায়
সেই সমাজে যেখানে
পিতার হাত ধরে পুত্র চলেছে মসজিদ পানে
সেই ভৌগলিক সীমায় নির্বাসন চাই
যেখানে একমুঠো ধান বিনিময় হবে
এক চিলতে হাসির বিনিময়ে
আমায় নির্বাসন দাও
আজ আমি নির্বাসন চাই
নইলে ফিরিয়ে দাও আমার
স্বপ্নের দেশ আমার উজ্জল আগামী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Toofun ahmed ০৬/০৬/২০১৪cool and awesome!!!
-
এস,বি, (পিটুল) ০৫/০৬/২০১৪কবিতায় বাস্তবতার মিল আছে, আমার পাতায় আমন্ত্রন রইলো।
-
কবি মোঃ ইকবাল ০৫/০৬/২০১৪সবার মধ্যে এই আওয়াজ গর্জে উঠুক।