www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চাই নির্বাসন

আমায় নির্বাসন দাও, আমি নির্বাসিত হতে চাই
আমি নির্বাসন চাই এই মাটি থেকে
যে মাটিতে আজ পাপ বাসা বেধেছে
যে মাটিতে এখনো জেগে থাকে রক্তের দাগ;
আমি নির্বাসিত চাই এই সমাজ থেকে
যে সমাজে এখনও দোরড়ার আঘাতে প্রাণ যায়
সমাজে ভাই মরে ভাইয়ের হাতে;
আমি নির্বাসন চাই এই ভৌগলিক সীমা থেকে
যেখানে শিশুর গুড়ো দুধে মেশানো হয় পশুর হাড়ের গুড়ো
যেখানে সংবিধানের নামে চলে নেতৃতে-নেতৃতে গালাগালি

আমি নির্বাসিত হতে চাই এমন এক মাটিতে
যেখানে কৃষকের আনন্দ অশ্রু আর সোনালীধান
একই সাথে দোলা খায়

সেই সমাজে যেখানে
পিতার হাত ধরে পুত্র চলেছে মসজিদ পানে
সেই ভৌগলিক সীমায় নির্বাসন চাই
যেখানে একমুঠো ধান বিনিময় হবে
এক চিলতে হাসির বিনিময়ে
আমায় নির্বাসন দাও
আজ আমি নির্বাসন চাই
নইলে ফিরিয়ে দাও আমার
স্বপ্নের দেশ আমার উজ্জল আগামী।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭২১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০৬/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Toofun ahmed ০৬/০৬/২০১৪
    cool and awesome!!!
  • এস,বি, (পিটুল) ০৫/০৬/২০১৪
    কবিতায় বাস্তবতার মিল আছে, আমার পাতায় আমন্ত্রন রইলো।
    • টি আই রাজন ০৬/০৬/২০১৪
      ধন্যবাদ। আমার পাতায় স্বাগতম। আশা করি সর্বদা পাবো পাশে। সময় করে আসবো।
  • কবি মোঃ ইকবাল ০৫/০৬/২০১৪
    সবার মধ্যে এই আওয়াজ গর্জে উঠুক।
    • টি আই রাজন ০৬/০৬/২০১৪
      আমিও চাই। কিন্ত আজকাল তরুনদের মাঝে সেই উৎসাহ তো দেখি না। তাই কষ্ট হয়।
 
Quantcast