www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তবু ঘুম আসে না

সেদিন পথ চলতে গিয়ে
হঠাৎ থমকে দাড়াই!
যেনো একটি কন্ঠস্বর আমায় ডেকে ওঠে,
"কথা আছে, শুনবে?"

পেছন ফিরে তাকাই, দেখি
আমার নিঃসঙ্গতা।।

কাজের ফাঁকে এক দুপুরে
যখন চোখ বুজি অবসাদে,
বাতাসে ভর করে একটি কন্ঠস্বর
"তোমার কী সময় হবে? কথা ছিল;"
আমি ব্যকুলতায় জেগে উঠি
আবিস্কার করি আমার একাকীত্ব।

গভীর রাতের নিরবতায়
পৃথিবীর সবাই যখন ঘুমিয়ে,
আমার ঠোটে জ্বলন্ত সিগারেট!
আর চোখে নিস্পলক দৃষ্টি ঐ দূর আকাশে
অনুভব করি কেউ একজন
ফিসফিসিয়ে বলছে-
"কথা আছে, শুনবেন?"
অন্ধকারে হাতরে ফিরি শব্দের উৎস
শুন্যে মিলায় যেন সকল ই-
অবশেষে ক্লান্ত দেহে ফেরা বিছানায়।

দু'চোখ বেয়ে নেমে আসে জল
কেউ আসেনি- আমায় ডাকতে
আবিষ্কার করি নিঃসঙ্গ আমাকে;
মোহাচ্ছন্নের মতন পড়ে থাকি
বিছানার পরে- এ চোখে
তবুও ঘুম আসে না।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৩১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৬/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বাহ দারুন
  • আবু সাহেদ সরকার ০৩/০৬/২০১৪
    বাহ! দারুন লিখেছেন তো কবি বন্ধু?
  • কবি মোঃ ইকবাল ০৩/০৬/২০১৪
    একটি অনবদ্য অসাধারন কবিতা পড়লাম। খুব ভালো লাগলো কবি।
    শুভেচ্ছা নিবেন।
    • টি আই রাজন ০৩/০৬/২০১৪
      ধন্যবাদ। তবে অতি বিশেষন আমাকে লজ্জায় ফেলে। আবার ভালও লাগে।। ভাল থাকবেন।
  • রুমা চৌধুরী ০৩/০৬/২০১৪
    খুব সুন্দর কবিতা। ভাল লাগল। যার ডাক শোনার জন্য মন অপেক্ষা করছে তাকে না পাওয়া তেই নিজেকে একা মনে হ্য়।
    অনেক শুভেচ্ছা রইল।
    • টি আই রাজন ০৩/০৬/২০১৪
      আসলে এই ডাক শোনার জন্য প্রতীক্ষায় থাকার আনন্দও একটু আলাদা ও আনন্দের। ভাল থাকবেন।
  • ভাল লেগেছে।
 
Quantcast