জলের শিরোমনি
জলের শিরোমনি
বৃষ্টি দেবে দোর আহত এক ভোর
চোখের কাছে কালি অন্ধ চোরাবালি
ঝিনুক লোভি মালি নোখের নষ্টালি
চাঁদের ফাঁদে ধরা দুষ্টু সে ইশারা
ফলের কাছে ঋনী জলের শিরোমনি
আমার কাছে তুই গন্ধ আঁকা ভূই
ফলাব তোর নাড়ি লজ্জা জ্বালা শাড়ি
গ্রীষ্ম মাখা ভোজ দৃশ্য হবে রোজ
জলের মতো গাড়ি চালাব দু আনাড়ি।
বৃষ্টি দেবে দোর আহত এক ভোর
চোখের কাছে কালি অন্ধ চোরাবালি
ঝিনুক লোভি মালি নোখের নষ্টালি
চাঁদের ফাঁদে ধরা দুষ্টু সে ইশারা
ফলের কাছে ঋনী জলের শিরোমনি
আমার কাছে তুই গন্ধ আঁকা ভূই
ফলাব তোর নাড়ি লজ্জা জ্বালা শাড়ি
গ্রীষ্ম মাখা ভোজ দৃশ্য হবে রোজ
জলের মতো গাড়ি চালাব দু আনাড়ি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন গায়েন ১৭/০৬/২০২১সু ন্দ র
-
পবিত্র চক্রবর্তী ২৩/০৫/২০১৮ভালো কিন্তু কয়েকটা বানান চটপট ঠিক করে নাও । উচ্চারন ঠিক রাখলে বানান ভুল কমে যাবে । বানানগুলো হলো - নখের , ঋনী , নারী , গ্রীষ্ম ॥