মাহামুদুল হাসান
মাহামুদুল হাসান-এর ব্লগ
-
তৃষ্ণার সীমানা
তুমিতো আমাকে পড়নি কখনো কোনদিন
দেখনি ভেতটা ঘুরে কত সাদা ফুলের মতো রঙ্গিন
শুধু সংসার পাতলে কি এ জিবন মেটাবে সমুদ্রের ঋণ [বিস্তারিত] -
জলের শিরোমনি
বৃষ্টি দেবে দোর আহত এক ভোর
চোখের কাছে কালি অন্ধ চোরাবালি
ঝিনুক লোভি মালি নোখের নষ্টালি [বিস্তারিত] -
আপনার গর্ভধারণ আঁচল ছাড়িয়ে
বয়সের ডাল সবুজ উষ্ণতার সাথে
ম্যাচিং করে চার তলা আকাশ রঙিন...
আনমনে হাওয়ায় ঘাটের এপাশ-ওপাশ [বিস্তারিত] -
আমি এক চোরের খনিতে বড়হচ্ছি প্রতিদিন
নিজেকেই চুরি করি বিনষ্ট সজলে
কালো প্রজাপতির রঙিন আগুনে বিলীন
চারিদিকে মুখোশে মুখশে মুখস্থ মানুষ ঘিরে [বিস্তারিত] -
তিলক বাতাস/মাহামুদুল হাসান
ওমেয়ে তোর গোপন আঁধার কে খেয়েছে বল।
কে ছুঁয়েছে ফুলের ঠোঁটে মিষ্টি কুসুম ফল।
কে দিয়েছে দুষ্ট হাতে তেপান্তরের আড়ি । [বিস্তারিত] -
চুমু
এ-চুমু কার কবেকার,-কোথাকার কোথা থেকে আসে!
বৈধ না অবৈধ তোয়াক্কা করে না সে
সকল ভালোবাসার পরিমাপের একক,-চুমু [বিস্তারিত]