www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জীবন

জীবন
রায়হান ছিদ্দিক ফয়সাল
..................................
জাগো বাঙালি ,জাগো বাংলা ,
কাঁদছে তোমা্র দেশ,
কাঁদছে তোমার দেশের মানুষ,
হয়ে যাবে সব শেষ।
শেষ হবে সোনার বাংলা -
শেষ হবে তুমি,
একতা চাইছে দেশ তোমার ,
পারবে কিনা দিতে তুমি।
বাঁচাতে চাইলে দেশ তোমার,
হতে হবে একজোট ।
করোনাকে দূর করতে,
গড়তে হবে প্রতিরোধ।
আসো এবার সবাই মিলে,
দূরে থেকে কাজ করি ।
কোলাকুলি হ্যান্ডশেক বাদ দিয়ে,
দূর থেকে সালাম বলি।
ধনী গরিব ভেদাভেদ ভূলে ,
সাথে করি সব কাজ ।
দুমুঠো অন্ন জুটি়য়ে দিয়ে,
প্রাণ রক্ষা করি আজ।
তোমার আমার একটু সতর্কতা ,
পাল্টাতে পারে সব।
করোনাকে দূর করে,
আনতে পারে কলরব।‍
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৬৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৯/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast