পবিত্র
ফেলে অশ্রু অপরের জন্য,
শত দুঃখকে আঁকড়ে ধরা।
অপরের দুঃখকে কাঁধে নিয়ে,
হেসে হেসে পথ চলা।
নিজের শত কষ্ট উপেক্ষা করে,
দেওয়া অন্যকে প্রাধান্য।
অন্যের জন্য করে কাজ,
পাওয়া প্রাণ ভরা আনন্দ।
সুখে দুঃখে থেকে কাছে,
দেখানো নিজের মানবতা।
নয় কী সেটি বিশ্ব দরবারে-
বীরত্বপূর্ণ কথা।
এই কথাটি যদি মনে,
রাখি আমরা সকলে
নতুন সূর্যের কিরণ,
জাগবে এই ধরাতে।
যে কিরণের মাহত্ম্য,
দেখবে,শুনবে জগৎ,
হাজার লোকের অশ্রুতে-
পবিত্র হবে জগৎ।
শত দুঃখকে আঁকড়ে ধরা।
অপরের দুঃখকে কাঁধে নিয়ে,
হেসে হেসে পথ চলা।
নিজের শত কষ্ট উপেক্ষা করে,
দেওয়া অন্যকে প্রাধান্য।
অন্যের জন্য করে কাজ,
পাওয়া প্রাণ ভরা আনন্দ।
সুখে দুঃখে থেকে কাছে,
দেখানো নিজের মানবতা।
নয় কী সেটি বিশ্ব দরবারে-
বীরত্বপূর্ণ কথা।
এই কথাটি যদি মনে,
রাখি আমরা সকলে
নতুন সূর্যের কিরণ,
জাগবে এই ধরাতে।
যে কিরণের মাহত্ম্য,
দেখবে,শুনবে জগৎ,
হাজার লোকের অশ্রুতে-
পবিত্র হবে জগৎ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রেদওয়ান আহমেদ বর্ণ ৩১/০৭/২০২১অসাধারণ লিখেছেন প্রিয় কবি
-
আলমগীর সরকার লিটন ০৮/০৬/২০২১বেশ ছন্দময় প্রকাশ