আফসোস
আজ দিগন্ত বিস্তৃত বনে,
গড়ে উঠছে ভবন।
নিজের সাধের ঘরটি তুলতে,
কাটা হচ্ছ শত বন।
নিজের স্বার্থে ভরাট হচ্ছে,
হাজার হাজার নদী।
সব কিছু দেখেও,
না দেখে চলেছি ,
আমরা মানবজাতি।
যে ধরণী করেছে লালন,
হাজার বছর ধরে,
প্রতিদানে দিয়েছি দুঃখ তাকে,
নিজের সুখের মাঝে ।
আজ সময় এসেছে ,
ফেরত দেওয়ার ,
পৃথিবীকে তার রূপ ।
এক হয়ে চল করি কাজ ,
না থাকি আর নিশ্চুপ।
চল আজ বিশ্ববাসী রক্ষা করি,
আমাদের এই জগৎ।
স্বল্প সুখের মোহে ,
না করি ধ্বংস জগৎ।
চল আজ সময় থাকতে,
জাগ্রত করি বিশ্ব বিবেকবোধ।
তা না হলে করতে হবে ,
শুধুই আফসোস।
গড়ে উঠছে ভবন।
নিজের সাধের ঘরটি তুলতে,
কাটা হচ্ছ শত বন।
নিজের স্বার্থে ভরাট হচ্ছে,
হাজার হাজার নদী।
সব কিছু দেখেও,
না দেখে চলেছি ,
আমরা মানবজাতি।
যে ধরণী করেছে লালন,
হাজার বছর ধরে,
প্রতিদানে দিয়েছি দুঃখ তাকে,
নিজের সুখের মাঝে ।
আজ সময় এসেছে ,
ফেরত দেওয়ার ,
পৃথিবীকে তার রূপ ।
এক হয়ে চল করি কাজ ,
না থাকি আর নিশ্চুপ।
চল আজ বিশ্ববাসী রক্ষা করি,
আমাদের এই জগৎ।
স্বল্প সুখের মোহে ,
না করি ধ্বংস জগৎ।
চল আজ সময় থাকতে,
জাগ্রত করি বিশ্ব বিবেকবোধ।
তা না হলে করতে হবে ,
শুধুই আফসোস।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ১৫/১০/২০২০ভালো লিখনশৈলী
-
ফয়জুল মহী ১৪/১০/২০২০Super
-
Md. Rayhan Kazi ১৪/১০/২০২০অনন্য লেখনশৈলী