www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সর্বহারা এক বীরাঙ্গনা বলছি

একাত্তুরে স্বামী হারিয়েছি, শেষ দেখাও হয়নি,
হারিয়েছি সম্ভ্রম, ভিটে মাটি।
বুকের মাঝে তবুও আগলে রেখেছি, দুটি মানিক।
ভেবেছি স্বাধীন দেশে ওরা তরতরে বড় হবে,
ওরাই হবে একদিন, এ স্বাধীন জাতির কর্ণধর।
চুহাত্তুরের নির্মম আকাল,
দানব হয়ে এসেছিল আমার ঘরে।
ক্ষমতার দাপটে, শোষণে শোষণে, স্তব্ধ হয়েছিল
স্বাধীনতা।
ওরা শুষে খেয়েছিল, আমার মানিকের রক্তমাংস,
শুষ্ক স্তনে রক্তও আসেনি।
যৎকিঞ্চিত রিলিফ,
অসহায় চোখে ফ্যালফ্যালিয়ে তাকিয়ে থাকতো,
আমার মানিক,
লুটেপুটে নিয়ে যেত মহজনরা।
অতঃপর ডাস্টবিনের নোংরা উচ্ছিষ্ট....
ক্ষুধার দানব তবুও ছিনিয়ে নিলো, বুকের মানিক।
অসহ্য যাতনা,ঘৃণা আর অবজ্ঞা নিয়ে, আজো বেঁচে আছি
বীরাঙ্গনা হয়ে চুয়াল্লিশ বছর !
ক্ষুধার দানব আজো স্বাধীন দেশে।
ছানিপড়া চোখে আজো ভিখ মাগি,
পদের প্রহার খাই সেই রাজাকারদের,
যারা এ স্বাধীনদেশে আজো রাঘব বোয়াল !
কি দিয়েছে আমায় এ স্বাধীনতা ?
দুর্নীতি আর শোষণ আজো শুষে খায় আমার হাড়মাংস,
হা-ভাতে পড়ে থাকি মুখথুবড়ে।
হে স্বাধীনতা,
আমি চাই না গাড়ী, বাড়ী,বৈভব।
আমায় দু মুঠো আহার দে,
না হয় ছিঁড়ে খাবো, উসন্ন এ নোংরা পতাকা।
----০----
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২৩৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/১২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অসাধারণ কাব্যিক বচন॥ ভালো লাগলো॥
  • ভালো লাগলো। সুন্দর প্রকাশ।
  • নির্ঝর ২১/১২/২০১৫
    ভাল কবিতা
  • রাশেদ খাঁন ২১/১২/২০১৫
    nice
  • জে এস সাব্বির ২১/১২/২০১৫
    সত্যিই নালায়েক আমরা কৃতঘ্ন ।যারা সব দিল ,তাদেরকে আমরা কি দিলাম ।। একবুক ভালবাসা আপনাদের জন্য মা ।জানি ভালবাসায় পেট পুরে না ,কিন্তু আমি কি করি বলুন ??আমিও যে এক অনাহারি!!!

    কবিতায় ভালালাগা জানবেন ।
 
Quantcast