www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বাধীনতা এক রক্তাক্ত যুবক

শোষণের উদর ফেঁড়ে ভূমিষ্ঠ হয়েছিল সেদিন,
রক্তাক্ত এক যুবক!
বাহান্নের রক্তঝরা ফাগুনে, জন্মেছিল যার ভ্রূণ।
অতঃপর, ছিয়ান্ন, বাষট্টি, ছেষট্টি, ঊনসত্তর,
একাত্তুরে ভূমিষ্ঠ তাগড়া যুবক।
এক সাগর উষ্ণ রক্তের স্রোতধারা,
অন্তঃস্বত্তা মায়ের উদরে বুটের প্রহার,
বৃদ্ধ পিতার শাশ্রুধরে হিঁচানো,
কুমারী বোনের সতীত্ব হননের বীভৎস দৃশ্য,
নিরীহের বক্ষে নির্বিচারে গুলি,
আবালবৃদ্ধবণিতার সম্ভ্রম ক্রন্দনরোল,
আর বাঙালীর জাতির স্বপ্নপোড়ার গন্ধ শুকে,
জেগেছিল সেই বিদ্রোহী যুবক,
অন্যায় অত্যাচার শোষণ গলঃবধ করে।
বাংলার মুক্তপবন, শ্যামলীমা মায়ের কোমল কোল,
মাঠ ঘাট অরণ্য,
মুখে দিয়েছিল তারে সোনার চামিচ
বিজয়ের উল্লাসে।
সবুজ বাংলায় মিশে, রক্তাক্ত সেই যুবক,
হয়েছিল লাল সবুজ ।
যাকে বুকে লয়ে স্তব্ধ হয়েছিল, বৃদ্ধামাতার ক্রন্দন,
পঙ্গু পিতার দুঃষহ যাতনা,
সম্ভ্রমহারা বোনের বিমর্ষতা।
বাংলা মায়ের বুক হতে ফের, কেঁড়ে নিতে চায় তাকে,
ওরা কারা ?
পদে পদে ফের আদি ইতিহাস,
শোষণ বঞ্চনা অন্যায় অবিচার।
আহত মায়ের বুকে ফের,
পুরানো হায়েনার আঁচড়।
হে রক্তাক্ত যুবক,
হুংকারে হুংকারে প্রকম্পিত করো বিশ্ব,
জানিয়ে দাও ফের,
আমরা নই নিঃস্ব।
বাঙালী বীরের জাতি,
সহস্রবার ন্যায়ের তরে, লড়বে মরবে,
কিঞ্চিত নেই ক্ষতি।
----০---
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২৫১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/১২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মোঃ মুলুক আহমেদ ২০/১২/২০১৫
    খুব সুন্দর হয়েছে।
  • সাইদুর রহমান ১৩/১২/২০১৫
    বেশ সুন্দর।
  • অভিষেক মিত্র ১২/১২/২০১৫
    অপূর্ব।
  • চমৎকার
  • চমতকার কবি
  • ইসরাত রিতুল ১১/১২/২০১৫
    চমৎকার
 
Quantcast