www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফাগুনের এক ঝরাপাতার দিনে

ফাগুনের কোন এক ঝরাপাতার দিনে,
শুকনো পাতার রাজ্যে, বসেছিলাম দু' জন,
আবেগের জালিকা বুনে।
মরমর ছন্দে, হৃদয়ের রন্ধ্রে,
সে কি আবেগের উষ্ণতা,
ফাল্গুনী সমীরণ হয়ত তা জানে ।
তোমার ওই অস্পর্শা নবযৌবন,
যেন পর্বত ক্রন্দনের ক্ষয়িষ্ণু প্রস্রবণ,
গুপ্তমণির সুপ্তপ্রবাহে,
সঢৌল বক্ষ ধন।
হৃদ সায়রে, তোমার মোহের উত্তাল বীচি,
প্রচন্ড ক্ষিপ্রতায় প্রহত হয়ে,
জাগিয়েছে সাধ,ভেঙেছে বাঁধ,
অক্ষিতে প্রপাত।
হিয়ার মাঝে সেই ক্ষণে,
কিসের ঝঞ্ঝা, কিসের লহর,
দীনহীন নগ্ন বৃক্ষই তা জানে ।
দলিত পত্র পল্লব চূূ্র্ণ হয়ে,
তুলেছিল কিসের সুর,
মৃদুপবনে উড়ে উড়ে, গিয়েছিল কতদূর,
কেই বা তা জানে ?
সে গহীন অরণ্যে, ঝরাপাতার দিনে,
কি মোহ মূর্ছনার তানে,
আপ্লুত ছিল দুটি মন,
বিদ্রোহী নব কিশলয়গুচ্ছ,
হয়ত তা জানে।
নয়ত জানে, কুঞ্জরিত পিক,
বিজন বনের ডাহুক, নির্মল তরুর স্পন্দন,
আর জানে মুচকি হাসির,
স্থূলিত নবযৌবন ।
---০---
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৯৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/১২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ইসরাত রিতুল ১৫/১২/২০১৫
    সুন্দর।
  • সীমা সান্যাল ১০/১২/২০১৫
    কবিতার নাম টাই এতো মিষ্টি....
    ভালো লাগলো।।।।।
  • মোঃ মুলুক আহমেদ ০৯/১২/২০১৫
    সুন্দর
  • ভালো
  • কবি , দুটো কথা বলবো , বানান শুদ্ধ করুন আর গুরু চন্ডালী প্রয়োগ পরিহার করুন। শুভেচ্ছা।
 
Quantcast